LPG and Bank link not working Consumers losing their LPG Subsidy says Report

হটাৎই LPG এর সাথে ব্যাঙ্কের লিঙ্ক বিচ্ছিন্ন গ্রাহকদের! আপনার অ্যাকাউন্টে ভর্তুকি ঢুকছে তো?

পার্থ মান্নাঃ রান্নার গ্যাস বা LPG হল এমন একটা জিনিস যেটা বর্তমানে প্রতিটা বাড়িতেই অতন্ত্য গুরুত্বপূর্ণ। কিন্তু জানেন কি আজকাল অনেকেই নিজের অজান্তে গ্যাসের দাম বেশি দিয়ে ফেলছেন। হ্যাঁ ঠিকই দেখছেন, ভুল করে নয় না জেনেই বেশি টাকায় গ্যাস কিনছেন অনেকে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে অজানা কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টার লিঙ্ক কেটে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে ভর্তুকির টাকা ঢোকা। কিন্তু কেন? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

অজান্তেই বিচ্ছিন্ন হচ্ছে গ্যাস ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক

জানা যাচ্ছে অনেক LPG গ্যাস গ্রাহকদের ক্ষেত্রে কিছু কারণবশত গ্যাসের বইয়ের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক কেটে যাচ্ছে। যার ফলে ১৯.৫৭ টাকার যে সরকারি ভর্তুকি পাওয়ার কথা সেটা আর ঢুকছে না। অর্থাৎ গ্যাসের দাম ৮২৯ টাকা হলেও ভর্তুকি পাওয়া গেলে সেটা ৮১০ টাকা হয় কিন্তু যেহেতু ভর্তুকিটিয়া ঢুকছে এ তাই ১৯ টাকা দাম বেশি দিতে হচ্ছে গ্রাহকদের।

সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে জানা যাচ্ছে জ্বালানি সংগঠগুলিকে কেন্দ্রের তরফ থেকে একটি তালিকা দেওয়া হয়েছে যেখানে লিঙ্ক বিচ্ছিন্ন হওয়া গ্রাহকদের তালিকা দেওয়া হয়েছে। একইসাথে রিপোর্টে বলা হয়েছে কয়েক কোটি টাকার ভর্তুকি জমা করতে পারা যায়নি গ্রাহকদের অ্যাকাউন্টে।

LPG গ্রাহকদের KYC এর নির্দেশ জারি

তাই যে সমস্ত LPG গ্রাহকেরা নিজেদের ভর্তুকি পাচ্ছেন না তাদের পুনরায় নিজেদের সংশ্লিষ্ট গ্যাস অফিসে গিয়ে KYC পক্রিয়া সম্পন্ন করার জন্য জানানো হয়েছে। আর যদি কেউ ভূর্তুকি না নিতে চান তাহলেও ডিস্ট্রিবিউটরের কাছে একটি লিখিত চিঠি দিতে হবে বলে জানা যাচ্ছে। তাই আপনিও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখুন। যদি গ্যাসের ভর্তুকির টাকা না ঢোকে তাহলে নিজের ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করুন।

প্রসঙ্গত, একসময় ১০০ টাকার উপরে পাওয়া গেলেও এখন ভর্তুকির পরিমাণ অনেকটাই কম। যে কারণে ভর্তুকির টাকা ঢোকা বন্ধ হয়ে গেলেও অনেকেই সেটা বুঝতে পারছেন না বা খেয়াল না করার ফলে হয়তো ভুলেই গিয়েছেন পরবর্তীকালে ভর্তুকি ঢুকছে কি না চেক করার কথা। এদিকে গ্যাসের সাথে আধার কার্ড লিংক করিয়ে দেওয়ার নামে প্রতারকেরাও অনেক সময় সাধারণ মানুষকে ঠকাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X