সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। এই নামটা শুনলেই মনে পড়ে যায় জি বাংলার রান্নাঘরের (Zee Bangla Rannaghor) কথা। প্রায় ১২ বছর ধরে এই টিভি শো এর সঞ্চালিকার দায়িত্ব পালন করে আসছেন তিনি। মাঝেমধ্যে এই সংবাদ শিরোনামে উঠে আসেন বাংলা বিনোদন জগতের সুদীপা। বিশেষত তাঁর ব্যক্তিগত জীবনে এই বেশি চর্চা হয় নেট দুনিয়ায় (Social Media)।
মাত্র কয়েকদিন আগেই পথ চলা শেষ হয়েছে জি বাংলার রান্নাঘরের। আপাতত সুদীপার ভক্তরা অপেক্ষা করছেন নতুন সিজনের জন্য। চলতি মাসের ২৬ তারিখ ছিল জনপ্রিয় এই সঞ্চালিকার জন্মদিন। দেখতে দেখতে জীবনের ৪৩ টা বছর পার করে দিলেন সুদীপা। কিন্তু জন্মদিনের এই বিশেষ দিনে আচমকাই ঘটে গেল বড়সড় এক বিপদ। আর সে কারণেই এবার খবরের শিরোনামে উঠে আসলো সঞ্চালিকার নাম।
রান্নাঘরের সঞ্চালিকার দায়িত্বের পাশাপাশি নিজের বুটিক চালাচ্ছেন সুদীপা। শাড়ির প্রতি বরাবরই রয়েছে তার এক অন্যরকম ভালোবাসা। তাই জন্মদিনে তো শাড়ি পড়তেই হবে। সে কারণেই তিনি গিয়েছিলেন শাড়ি পছন্দ করতে। তবে নিজের বুটিকে নয়। শাড়ি কিনতে তিনি গিয়েছিলেন অন্য এক দোকানে। আর সেখানে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলেন রান্নাঘরের সঞ্চালিকা।
শাড়ি কিনতে যাওয়াই যেন জীবনের কাল হলো সুদীপার। সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে পেলেন চোট। তৎক্ষণাৎ ফুলে ঢোল হয়ে গেল তার দু পায়ের হাঁটু। আর সে কারণেই বর অগ্নিদেবের দেওয়া সিফনের শাড়িটা পড়তেই পারলেন না জনপ্রিয় এই সঞ্চালিকা। তবে নতুন পোশাক পড়েছিলেন তিনি।
বর্তমানে তিনি মন দিয়ে সামলাচ্ছেন নিজের বুটিকের দায়িত্ব। সংসার এবং কাজ একা হাতেই সামলাচ্ছেন সুদীপা। মায়ের জন্মদিন উপলক্ষে ছোট্ট আদিব ছিল পার্টি মুডে। প্রতিবছরের ন্যায় চলতি বছরেও হৈ হুল্লোড় এবং এলাহী খাওয়া-দাওয়ার মাধ্যমে পালিত হল জনপ্রিয় এই সঞ্চালিকার জন্মদিন।