পার্থ মান্নাঃ রাজ্যে ফের বিধানসভা ভোটার প্রস্তুতি শুরু হচ্ছে। প্রতিটা রাজনৈতিক দল নিজের মত করে যেমন ক্ষমতা জাহির করতে প্রস্তুত তেমনি সাদারণ মানুষের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়ে থাকে। বর্তমানে শাসকদল থাকা তৃণমূল সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার যেখানে প্রতিমাসে সোজাসুজি ১০০০-১২০০ টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তবে বিজেপিও কম যাচ্ছে না, এবার ভোটার আগেই বড়সড় প্রকল্পের কথা ঘোষণা করা হল।
আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটার আগে নিজেদের জায়গা পাকা করতে মাঠে নেমেছে বিজেপি। আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার একটি বড় প্রকল্পের কথা ঘোষণা করলেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা ‘অন্নপূর্ণা যোজনা’র কথা তুলে তিনি জানান, বিজেপি কমোডে এলেই রাজ্যের প্রতিটা মহিলার জন্য অন্নপূর্ণা যোজনা চালু করার ব্যবস্থা করা হবে। যার ফলে প্রতিমাসে ৩০০০ টাকা করে পাবেন মহিলারা। এবার সেই প্রকল্পের কথা ফের একবার তুলে ধরলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
দলের কর্মসূচিতে বার্তা সুকান্ত মজুমদারের
আগামী উপনির্বাচন থেকে শুরু করে ২০২৬ সালের আসন্ন বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করেছে বিজেপি। এর জন্য গেম চেঞ্জার হিসাবে তুলে ধরা হচ্ছে ‘অন্নপূর্ণা প্রকল্প’কে। গতকাল অর্থাৎ সোমবার বর্ধমানের কালনায় দলীয় কর্মীদের সাথে সম্মেলনীতে যোগ দিয়েছিলেন সুকান্ড মজুমদার। সেখানেই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের এই প্রকল্পের সম্পর্কে অবগত করিয়ে প্রচারের জন্য জানানো হয়। একইসাথে জানানো হয় রাজ্যে বিজেপি সরকারি এলে ও অন্নপূর্ণা যোজনা চালু হলে মাসে ৩০০০ টাকা করে পাবেন সকল মহিলারা।
তৃণমূলের স্ট্রাটেজি নিচ্ছে বিজেপি সরকার?
বিশেষজ্ঞদের অনেকের মতে ভোটে জেতার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষী ভান্ডার প্রকল্প একটা বড় অবদান রেখেছে। কারণ শুরুতে সাধারণ মহিলাদের ৫০০ টাকা ও তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের ১০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। পরবর্তীকালে সেটা বাড়িয়ে ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দেওয়া হয়। তাই এবার একই ধরণের প্রকল্প নিয়ে মাঠে নামতে চলেছে বিরোধীপক্ষরা।