মেয়ে জন্মালেও চিন্তা নেই! সরকারের এই যোজনাতে প্রতি মাসে অল্প টাকা জমালেও মিলবে মোটা টাকা রিটার্ন

নিউজশর্ট ডেস্কঃ ভারতের প্রত্যেকটি পরিবারেই কন্যা সন্তান জন্মালে পরিবারের লোকজন থেকে পিতা-মাতা সকলের মনে আলাদা চিন্তা শুরু হয়ে যায়। কন্যা সন্তানের শিক্ষা থেকে শুরু করে বিয়ে সমস্ত কিছুর খরচ নিয়ে টেনশনে থাকেন পিতা- মাতারা। তবে সাধারণ মানুষের এই সমস্যা দূর করার জন্য সরকারের(Central Government) পক্ষ থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা(Sukanya Samriddhi Yojana) শুরু করা হয়েছে। এই যোজনাতে যে কোনো ভারতীয় ১০ বছরের কম বয়সী কন্যা সন্তানদের জন্য বিনিয়োগ শুরু করতে পারেন।

এই প্রকল্পে সুদের হার দেওয়া হয় ৭.৬ শতাংশ। এখানে বার্ষিক সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫০ টাকা কর ছাড় পাওয়া যায়। কন্যা সন্তানের জন্মের পর যত তাড়াতাড়ি এই প্রকল্পে বিনিয়োগ করা যাবে তত তাড়াতাড়ি বেশি টাকা রাখতে পারবেন সেই কন্যার অভিভাবকেরা। এই যোজনাতে ১৫ বছরের জন্য টাকা জমা করা যেতে পারে। এক্ষেত্রে কন্যার বয়স ২১ বছর হলে এই প্রকল্পের ম্যাচুরিটি হয়।

কোন অভিভাবক তার কন্যা সন্তান জন্মের পর খুব তাড়াতাড়ি এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ২১ বছর বয়সের সময় বেশ মোটা টাকা তার হাতে আসবে। আজকের প্রতিবেদনে প্রত্যেক মাসে কত টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করা হলো।

১) ১০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

যদি প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে এক বছরে হবে ১২ হাজার টাকা। সুকন্যা সমৃদ্ধির ক্যালকুলেটর অনুসারে, ১৫ বছরে মোট বিনিয়োগ হবে ১,৮০,০০০ টাকা। আর সুদ পাওয়া যাবে ৩,২৯, ২১২ টাকা। এইভাবে মেয়াদপূর্তিতে পাওয়া যাবে ৫,০৯,২১২ টাকা।

২) ২০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

যদি প্রতি মাসে ২০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে বার্ষিক বিনিয়োগ ২৪ হাজার টাকা দেবেন। মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩,৬০,০০০ টাকা। সুদ পাবেন ৬,৫৮,৪২৫ টাকা। আর মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ১০, ১৮,৪২৫ টাকা।

৩) ৩০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

যদি প্রতি মাসে ৩০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে বার্ষিক বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৩৬ হাজার টাকা। আপনার মোট বিনিয়োগ ৫,৪০,০০০ টাকা। সুদ থেকে পাবেন ৯, ৮৭, ৬৩৭ টাকা। মেয়াদ পূর্তিতে মিলবে ১৫, ২৭,৬৩৭ টাকা।

৪) ৪০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

প্রতি মাসে ৪০০০ টাকা করে বিনিয়োগ করলে বার্ষিক বিনিয়োগ হবে ৪৮ হাজার টাকা। ১৫ বছরে মোট বিনিয়োগ হবে ৭,২০,০০০ টাকা। সুদ পাবেন ১৩,১৬,৮৫০ টাকা। মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ২০, ২৬,৮৫০ টাকা।

৫) ৫০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করলে বার্ষিক বিনিয়োগের পরিমাণ হবে ৬০ হাজার টাকা। আপনার ১৫ বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৯,০০,০০০ টাকা। আবার সুদ থেকে পাওয়া যাবে ১৬, ৪৬, ০৬২ টাকা। মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ২৫, ৪৬, ০৬২ টাকা।

Avatar

Papiya Paul

X