Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Bangla Medium,Social Media,Trolling,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,স্টার জলসা,বাংলা মিডিয়াম,সোশ্যাল মিডিয়া,ট্রোলিং

Moumita

‘বাংলা মিডিয়াম’র আগুন নেভানো দেখে রেগে আগুন দর্শকমহল, উঠলো সিরিয়াল বন্ধের দাবি

বাংলা টেলিভিশনে সমস্ত কিছুকে অতিরঞ্জিত করা নতুন কিছু নয়। সিরিয়াল গুলি উদ্ভট বিষয় দেখিয়ে বরাবরই হাসির খোরাক হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়। আর এবার স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ তো সমস্ত বিতর্ককে ছাপিয়ে গেছে। আলাদাই কন্ট্রোভার্সি তৈরি করেছে সিরিয়ালটি।

   

আসলে সদ্য শুরু হওয়া এই সিরিয়ালটি জল তৈরি করা শিখিয়েছে দর্শকদের। যা দেখে নেটিজেনদের হাসি থামার নামই নিচ্ছেনা। সেখানে কেমিস্ট্রি ল্যাবে দেখানো হল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কার্বোনেট মিশিয়ে তৈরি হল জল। আর সেই জলে নিভলো আগুন। ভাবা যায়!

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন হয়েছে স্টার জলসায় শুরু হয়েছে নীল-তিয়াসার ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। ‘কৃষ্ণকলি’ খ্যাত এই জুটিকে নতুন করে দেখতে পাওয়ার আশায় বেশ ভালোই খুশি ছিল দর্শকমহল। কিন্তু গ্রাম্য কালচার নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে রীতিমত হাসির খোরাক হয়ে গেছে সিরিয়ালটি।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Bangla Medium,Social Media,Trolling,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,স্টার জলসা,বাংলা মিডিয়াম,সোশ্যাল মিডিয়া,ট্রোলিং

যদিও টিআরপি তালিকায় সেরা ৫ এ নাম তুলে নিয়েছে সিরিয়ালটি। কিন্তু লাগাতার এসব উদ্ভট জিনিস দেখালে সেই টিআরপি কমতে খুব বেশি সময় লাগবেনা। অন্তত নেটিজেনদের তো এমনটাই দাবি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চাও শুরু হয়েছে ভালোই‌।

এখন অ্যাসিড দিয়ে আগুন নেভানোর এই ভিডিওতে দেখা যাচ্ছে, কেমিস্ট্রি ল্যাবে লেগেছে আগুন। শহরের সবচেয়ে নামকরা স্কুল হলেও সেখানে নাকি আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। এমনকি আশেপাশে জল অবধি নেই। এমতাবস্থায় বিজ্ঞানের শিক্ষিকা ইন্দিরা আগুন নেভানোর এক অভিনব বুদ্ধি বার করেন।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Bangla Medium,Social Media,Trolling,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,স্টার জলসা,বাংলা মিডিয়াম,সোশ্যাল মিডিয়া,ট্রোলিং

সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মিশিয়ে দেয় কার্বোনেট। তারপর সেটা দিয়ে আগুন নেভায়। আর তিয়াসার এই কাণ্ড দেখে অজ্ঞান হওয়ার জোগাড় দর্শকদের। নেটিজনরা কটাক্ষ করে বলছে, আজ থেকে আর স্কুল কলেজে কেমিস্ট্রি শেখার দরকার নেই যেখানে স্টার জলসা এরকম উচ্চমানের কেমিস্ট্রি শেখাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলেছে, একটা গল্প লেখার আগে মিনিমাম রিসার্চটুকুও কি এরা করেনা? অনেকেই তো সিরিয়াল বন্ধ করারও দাবি জানিয়েছে।