Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Mishmee Das,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,মিশমি দাস

Moumita

‘নায়িকার চরিত্রে কাজ করতে চাই’, ‘খেলনা বাড়ি’তে পার্শ্ব চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

টেলিভিশনের অন্যতম খ্যাতনামা নাম মিশমি দাস। একটা সময় দারুন জনপ্রিয়তা অর্জন করলেও মাঝে কিছুদিন সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তবে সেই বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে ফিরেছেন অভিনেত্রী। দীর্ঘ ছ’বছর পর আবারও ছোট পর্দায় বনি-শেখর জুটি।

   

প্রসঙ্গত উল্লেখ্য, সাল ২০১৪ তে ‘রাজযোটক’ সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় পা রেখেছিলেন মিশমি। ধারাবাহিকের নায়ক ছিলেন বিশ্বজিৎ ঘোষ। আর এই জুটিই আবার ফিরছে জি বাংলার পর্দায়। সূত্রের খবর খুব শীঘ্রই ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে ফিরছেন তারা।

দীর্ঘ ছ’বছর পর ফিরছে পুরোনো নস্টালজিয়া। এতদিন পর জীবনের প্রথম নায়কের সঙ্গে কাজ নিয়ে তাই খুবই উত্তেজিত মিশমি। ইতিমধ্যেই যার প্রথম ঝলকও দেখেও ফেলেছেন ভক্তমহল। এবার সিরিয়ালে ইন্দ্রজিৎ লাহিড়ির প্রথম স্ত্রী অন্তরার চরিত্রে এন্ট্রি নিচ্ছেন মিশমি।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Mishmee Das,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,মিশমি দাস

 এই ঘটনার পর অন্তরার সাথে যোগাযোগ করলে তিনি জানান, “জীবনের প্রথম নায়ক। স্বাভাবিক ভাবেই উত্তেজিত লাগছে।” এর আগেও ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন মিশমি। খুব সম্ভবত ‘খেলনা বাড়ি’ সিরিয়ালেও নেতিবাচক চরিত্রেই দেখা যাবে তাকে।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Mishmee Das,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,মিশমি দাস

ধারাবাহিকের গল্প নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, “প্রথম স্ত্রী যদি ফিরে এসে দেখেন তাঁর স্বামী আরও একটা বিয়ে করেছেন, তাতে তাঁর বিরক্ত হওয়াটা স্বাভাবিক নয় কি? যদিও গল্প যেমন হবে সেই ভাবেই এগোবে সিরিয়াল।” তবে একটা সময় নায়িকা চরিত্রে অভিনয় করলেও এখন সেকেন্ড লিড চরিত্রেই বেশি দেখা যাচ্ছে তাকে।

Tollywood,Entertainment,Gossip,Serial,Television,Mishmee Das,টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,মিশমি দাস

এ প্রসঙ্গে অভিনেত্রীর গলায় ঝরে পড়ল অভিমান, “তখন কোনও সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করলে প্রায় ২২-২৩ ঘণ্টা কাজ করতে হত। আমি সেটা পারছিলাম না, তাই সিদ্ধান্ত নিই মুখ্য চরিত্রে কাজ না করার। আমার একটাই আফসোস যে, ইন্ডাস্ট্রি আমাকে টাইপকাস্ট করে দিচ্ছে! আমায় দেখলেই আজকাল শুধুই নেতিবাচক চরিত্রের কথা মনে হয় পরিচালকদের।”