বিসিসিআইয়ের পাশে দাঁড়িয়ে বিদেশি প্রাক্তনদের একহাত নিলেন গাভাস্কার

এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ হল আইপিএল। এই আইপিএল খেলতে দেশ বিদেশের বড় বড় তারকা ক্রিকেটেরাও ছুটে আসেন। তবে বিদেশী ক্রিকেটাররা আইপিএল খেলতে এলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোন ক্রিকেটারকে বিদেশে টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেয় না বিসিসিআই।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদেশের প্রাক্তন ক্রিকেটার সরব হয়েছেন। এবার বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েক দিন আগে সরব হন অ্যাডাম গিলক্রিস্ট।

এবার অ্যাডাম গিলক্রিস্টকে উচিত জবাব দিয়ে বিসিসিআই এর পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার।
প্রাক্তন অধিনায়কের মতে, “ক্রিকেটের পুরনো শক্তিদের ইচ্ছা মতো এখন আর সব কিছু হবে না। স্পনসরশিপ বা আকর্ষণের নিরিখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনেক এগিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ বা ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগের থেকে। সেই কারণে নিজেদের দেশের ক্রিকেট বাঁচাতে এমন সব মন্তব্য করছে অ্যাডাম গিলক্রিস্ট।”

Avatar

Koushik Dutta

X