Arijit

অশ্বিনকে বিশ্বকাপের দলে নেওয়ার পিছনে রয়েছে চক্রান্ত, বিস্ফোরক সুনীল গাভাস্কার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে বুধবার রাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই দলের সব থেকে বড় চমক বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত ঘটেছে ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। দীর্ঘ কয়েক বছর ভারতের সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ না পেলেও বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে অশ্বিনকে।

   

অশ্বিনকে দলে নেওয়ায় খুবই খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে বেশি খুশি হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। বিশ্বকাপের দলে অশ্বিনের অন্তর্ভুক্তি হওয়ায় তিনি অশ্বিনকে স্বাগত জানিয়ে লিখেছিলেন, “এটা খুব ভালো খবর।”

তবে অশ্বিনের প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে বেশ চিন্তিত সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেন, “অশ্বিন বিশ্বকাপের প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা সেটাই বড় প্রশ্ন। তবে এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। তারপরই তিনি বলেন অশ্বিনকে 15 জনের দলে নেওয়া হয়েছে সেটা খুবই ভালো খবর তবে আমার মনে হয় ওকে সান্ত্বনা দেওয়ার জন্যই দলে নেওয়া হয়েছে। ইংল্যান্ডেও 15 জনের দলে অশ্বিনকে নেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত একটা ম্যাচেও খেলানো হয়নি ওকে। আর সেই কারণে আমার মনে হয় অশ্বিনকে সান্ত্বনা দেওয়ার জন্যই বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।”