Arijit

এটাই প্রথম নয়, এর আগেও মেন্টরের দায়িত্ব সামলেছেন ধোনি, সফল হয়েছিলেন নাকি ব্যর্থ?

বুধবার রাতে টিটোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। সবাইকে চমকে টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে রাখা হয়েছে ধোনিকে। তবে এটাই প্রথম নয়, এর আগেও মেন্টর হিসেবে দায়িত্ব সামলেছেন ধোনি।2016-17 মরশুমে ঝাড়খণ্ড দলের মেন্টরের ভূমিকা পালন করেছিলেন ধোনি।

   

ধোনি কি মেন্টর হিসেবে ভারতীয় দলে সফল হবে? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ড দলের মেন্টরের ভূমিকায় সফল হয়েছিলেন ধোনি। ধোনির মেন্টরশিপেই প্রথমবার ঝাড়খণ্ড রঞ্জি ট্রফির সেমি ফাইনালে উঠেছিল। যদিও গুজরাটের কাছে হেরে সেমি ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ঝাড়খণ্ডকে। তবে সেবার ধোনির উপস্থিতি জানান দিয়েছিল।

এছাড়া ধোনির মেন্টরশিপে বিজয় হাজারে ট্রফিতেও সাফল্য পেয়েছিল ঝাড়খন্ড। ছ’টির ম্যাচের মধ্যে চারটিতে জিতে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমি ফাইনালে উঠেছিল ঝাড়খন্ড। তবে সেমি ফাইনালে বাংলার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।
এখন এটাই দেখার ঝাড়খন্ডের মেন্টর হিসেবে সাফল্য পাওয়া ধোনি কি ভারতের হয়েও সফল হতে পারবে?