রাহুলকে আরও সুযোগ দেওয়া উচিৎ, ভারত ওপেনারের পাশে দাঁড়ালেন সুনীল গাভাস্কার

চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন কে এল রাহুল। চোট সারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দলে কামব্যাক করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন রাহুল। তবে দল জিতলেও ব্যাট হাতে রান পান নি রাহুল। জিম্বাবুয় সফর থেকে ফিরে এশিয়া কাপেও রাহুলের খারাপ ফর্ম অব্যাহত।

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে দ্বিতীয় বলেই বোল্ড হন। হংকংয়ের বিরুদ্ধে ৩৯ বলে ৩৬ রান করেন তিনি। শুরুতে ব্যাটে বেশ কিছু সুন্দর শট দেখা গেলেও ভারতীয় দলের সহ-অধিনায়ক তার পরে একই ছন্দ ধরে রাখতে পারেননি।

রাহুলের খারাপ ফর্ম নিয়ে যখন চারিদিকে সামলোচনা শুরু হয়েছে সেই সময় রাহুলের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। রাহুলের পাশে দাঁড়িয়ে গাওস্কর বলেছেন, “আমার মতে, কেএল রাহুল বিশ্বমানের ক্রিকেটার। এত বছর ধরে ভারতের হয়ে ভাল খেলে চলেছে। যদি বাকিদের এত সময় দেওয়া হয় তা হলে কেএল রাহুল ব্যতিক্রম হবে কেন? ও দলের সহ-অধিনায়কও। টি-টোয়েন্টি ফরম্যাটে ও কী করতে পারে সেটা আমরা সবাই জানি।”

Avatar

Koushik Dutta

X