Arijit

‘এই তরুণ ক্রিকেটারকে ইংল্যান্ড সফরে নিয়ে যাও’, কার জন্য এমনটা বললেন গাভাস্কার

ইতিমধ্যেই এবারের আইপিএলে 40 টিরও বেশি ম্যাচ হয়ে গিয়েছে। এবারের আইপিএলে অনেক তরুণ ক্রিকেটার নিজেদের মেলে ধরেছেন। প্রায় প্রত্যেক ম্যাচে নতুন নতুন হিরোর আবির্ভাব ঘটছে আইপিএলে। তবে এবার আইপিএলে সবথেকে বড় চমক উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদের এই তরুণ পেসার এর গতি ও নিয়ন্ত্রণ প্রশংসা কুড়িয়ে নিয়েছে সকলের।

   

প্রতি ম্যাচে গতি ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিপক্ষকে মাটি ধরানোর পাশাপাশি বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের প্রশংসা কুড়োচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠেছে।

এবার উমরান মালিক প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘‘শামি, বুমরাহ, সিরাজ ও উমেশ থাকায় হয়তো প্রথম একাদশে উমরান সুযোগ পাবে না। কিন্তু ভারতীয় দলের সঙ্গে থাকলে বিরাট কোহলী, রোহিত শর্মাদের সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পারবে। অনেক কিছু শিখবে। সেটা পরে দলের কাজেই লাগবে। তাই ইংল্যান্ড সফরে নির্বাচকদের উমরানকে দলে রাখা উচিত।’’