Arijit

পুল শট খেলা নিয়ে রোহিতকে বিশেষ সতর্কবার্তা দিলেন সুনীল গাভাস্কার

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব দায়িত্বে রয়েছেন রোহিত শর্মা। অধিনায়কের পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। রোহিতের খেলা বেশকিছু শট দেখলে দর্শকদের চোখ জুড়িয়ে যায়। তেমনি একটি শট হল ‘পুল শট।’

   

রোহিত শর্মার সিগনেচার শটগুলির মধ্যে একটি পরিচিত শট হল ‘পুল শট’। রোহিত শর্মার এই শট দর্শকদের যেমন ভালো লাগে তেমনি এই শট খেলতে গিয়ে বেশ কয়েকবার ঝুঁকির মধ্যে পড়তে হয়েছে রোহিতকে। এই পুল শট খেলতে গিয়ে অনেকবার নিজের উইকেট দিয়ে এসেছেন রোহিত।

আর তাই এবার এই শট খেলা নিয়ে রোহিত শর্মাকে সতর্ক করলেন সুনীল গাভাস্কার।
সুনীল গাভাস্কার বলেন, “পুল শট খেলতে গিয়ে রোহিত যেমন সফল হয়েছেন। তেমনি এই শট খেলতে গিয়েই বেশ কয়েকবার নিজের উইকেট খোয়াতে হয়েছে রোহিতকে। আর তাই বোলাররা রোহিতকে পুল শট মারার দিকে টেনে নিয়ে যায়, তারা মনে করেন রোহিত দু একটা ছক্কা মারলে মারুক কিন্তু এই শট খেলতে গিয়েই রোহিতের আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এবার থেকে এই শট খেলার ক্ষেত্রে আরও অনেক সতর্ক হতে হবে রোহিতকে। 100% সিওর হয়েই এই শট খেলা উচিৎ রোহিতের।”