আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। তারপরই হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দেশই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে বিভিন্ন দেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুরু করেছে ভারত। আর এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হিসেবে জোরে বোলার হর্ষল প্যাটেলের নাম জানাল প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।
তিনি বলেন, ‘‘ভারতীয় দলে ভুবনেশ্বর, শামি, বুমরাহ নিশ্চয় থাকবে। সেখানে হর্ষল রোহিতের তুরুপের তাস হয়ে উঠতে পারে। কারণ ওর উপর ভরসা করা যায়। পাওয়ার প্লে, মাঝের ওভার, ডেথ ওভার, যে কোনও পরিস্থিতিতে ওকে বল দেওয়া যেতে পারে। তাই বিশ্বকাপের দলে ওকে নেওয়া উচিত।’’