ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারাইন। বিশ্বের বিভিন্ন দেশের টিটোয়েন্টি লীগে নিয়মিত খেলতে দেখা যায় এই তারকা অলরাউন্ডারকে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত খেলেন। বিভিন্ন দেশের টিটোয়েন্টি লীগে নিয়মিত খেললেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখা যায় না তাকে। কেন দেশের হয়ে খেলেন না সুনীল নারাইন? বারবার এই প্রশ্ন ওঠে।
২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন নারাইন। তার পর থেকে অন্য দলে যাননি। এমনকি, বোলিং অ্যাকশনের জন্য এক মরসুম নির্বাসিত হলেও তাঁকে ধরে রেখেছিল কেকেআর। কলকাতার হয়ে ১৪৮টি ম্যাচে ১৫২টি উইকেট নিয়েছেন। দলের হয়ে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা নিয়েছেন নারাইন। করেছেন ১০২৫ রান। কলকাতার এক প্রকার ঘরের ছেলে হয়ে উঠেছেন নারাইন।
২০১৯ সালের অগস্ট মাসের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি নারাইনকে। কারণ হিসাবে পরোক্ষে ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্টকে দায়ী করেছেন তিনি। নারাইন বলেন, ‘‘খেলার পিছনে অনেক কিছু হচ্ছে। আমি সে সবের মধ্যে ঢুকতে চাই না। সবাই নিজের দেশের হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’’