Papiya Paul

ইতিহাস গড়ল ‘গদর ২’, মাঝরাত থেকে ভোর পর্যন্ত সব শো হাউজফুল! বলিউডে ধামাকাদার কামব্যাক সানির

নিউজশর্ট ডেস্কঃ শেষ হয়ে যায়নি বলিউডের(Bollywood) রাজত্ব। এই কথাটির ফের আর একবার প্রমাণ দিল সানি দেওলের (Sunny Deol)’গদর টু'(Gadar 2)। পাঠানের পর আবার কোনো বলিউড সিনেমা বক্স অফিসে ধামাকা করতে চলেছে। এই ছবি মুক্তির আগে থেকেই জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আর মুক্তির পরে বেশিরভাগ সিনেমা হলে হাউসফুল বোর্ড(Husefull) ঝুলে গিয়েছে।

   

এই ছবির সঙ্গে একসাথে মুক্তি পেয়েছে ‘ও মাই গড টু’ এবং হলিউডের ‘ওপেনহাইমার’। তবে বক্স অফিস ঘাঁটলে দেখা যাবে এইসব ছবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে তারা সিং-র গদর ২।  দীর্ঘ দুই দশক পর বিরাট ধামাকা নিয়ে ফিরেছেন সানি দেওল ও আমিশা প্যাটেলের(Amisha Patel) জুটি। মুক্তির মাত্র তিন দিনে এই ছবি ১০০ কোটি গণ্ডি পেরিয়ে গিয়েছে।

দিল্লি, মুম্বাইয়ের মত বড় শহরে মাল্টিপ্লেক্সগুলো হাউসফুল। এছাড়া মধ্যরাতের শো গুলো হাউসফুল রয়েছে। আর দর্শকদের চাপে পড়ে বেশ কিছু শহরে মধ্যরাত থেকে গভীর রাতে শো দেখাতে বাধ্য হচ্ছেন হল মালিকেরা। রবিবার একাধিক মাল্টিপ্লেক্সের মধ্যরাতের শো রাখা ছিল। প্রত্যেকটি শো ছিল হাউসফুল। সুরাটের আইনক্সে মোট ছটি স্ক্রিনে রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত একটানা গদর টু দেখানো হবে বলেও খবর পাওয়া গিয়েছে।

Gadar

অন্যদিকে দর্শকদের চাহিদা এতটাই বেশি যে একাধিক সিনেমা হলে রাত দেড়টায় শো রাখতে হয়েছে। আবার কোথাও কোথাও ভোর সাড়ে ছ’টাতেও দেখানো হয়েছে। এদিকে আগামীকাল ১৫ ই আগস্ট আরো বেশি ভিড় হবে, ছুটিতে বহু মানুষ সিনেমা দেখবেন। তাই গদর ২-এর শো বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। আগামীদিনে বক্স অফিসে কেমন ব্যবসা করে এই ছবি সেটার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।