Arijit

‘দুষ্টু পোলাপান’ গানে নেচে বাংলাদেশে ঝড় তুললেন সানি লিওন, দেখুন ভিডিও

বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন সানি লিওন। দীর্ঘদিন তিনি বলিউডের সঙ্গে কাজ করছেন। বলিউডের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শো এ হোস্টের ভূমিকাতেও দেখা যায় তাকে। তবে এবার ভারত ছেড়ে সরাসরি বাংলাদেশে পাড়ি দিলেন সানি লিওন।

সানি লিওনের বাংলাদেশ যাওয়া নিয়ে শুরুতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। বাংলাদেশ সরকার সানি লিওনকে ভিসা দিতে রাজী হয়নি। তার কারণ জানা গিয়েছে সানি লিওন তার পরিচয় গোপন রেখে বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিলেন কিন্তু সেটা কোন ভাবে মেনে নেয়নি বাংলাদেশ সরকার। পরবর্তীকালে সমস্যা মিটে যায় এবং শনিবার বিকেলে বাংলাদেশে পৌঁছে যায় সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবর।

তবে সানি বাংলাদেশে কোন সিনেমার শুটিংয়ের জন্য যাননি। জানা গিয়েছে, গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চেয়ারপার্সেন ফারজানা মুন্নির মেয়ে নাজিশ আরমানের বিয়ের পরের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই সানি সেখানে গেছেন বলে জানা যাচ্ছে। সেখানে গিয়ে বাংলাদেশের জনপ্রিয় ‘দুষ্টু পোলাপান’ গান এ ফাটিয়ে নাচ করেছেন সানি লিওন।