অন্বেষা মন্ডল (Anwesha Mondal)। বর্তমানে এই নামটা শুনলেই গর্বে ফুলে ফেঁপে উঠছে বাঙালীদের বুক। তিনি স্টার জলসার (Star Jalsa) ‘সুপার সিঙ্গার সিজন ৪’ (Super Singer Season 4) সংগীত প্রতিযোগিতার ফাইনালিস্ট। তাঁর গানের গলায় মুগ্ধ ৮ থেকে ৮০ সকলেই। তবে অতীত জীবনের লড়াইটা মোটেই সহজ ছিল না অন্বেষার। জানেন কি কিভাবে আজ এই জায়গায় পৌঁছালেন তিনি? আজকের এই প্রতিবেদনে জানাবো সেই তথ্যই।
কলকাতার সোনারপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন অন্বেষা। মেয়ে হয়ে নয় ছেলে হয়ে জন্ম নিয়েছিলেন তিনি। পরিবারের তরফে নাম রাখা হয় সুমন। কলকাতায় জন্ম হলেও বাবার চাকরির সূত্রে পুরুলিয়ায় থাকতে হয় অন্বেষাকে। সেখানেই কেটেছে ছোটবেলা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে নারীসত্ত্বা অনুভব করতে শুরু করেন তিনি।
যদিও এই সমাজের চোখে এখনও ছেলে থেকে মেয়ে হয়ে ওঠা মানে অপরাধ। তবে সে সবে পাত্তা দিতে নারাজ ছিলেন অন্বেষা। অপারেশনের জন্য বহু কষ্ট করে টাকা জমিয়েছিলেন তিনি। সমাজের কটাক্ষের পরোয়া না করে এগিয়ে গেছেন ভবিষ্যতের দিকে। তবে অপারেশনের পর হাতে ছিল না বিশেষ টাকা। সেসময় বাধ্য হয়ে কল সেন্টারে চাকরি করেছেন অন্বেষা।
তবে সুপার সিঙ্গারের এই মঞ্চ নতুন করে বাঁচতে শিখিয়েছে তাঁকে। বর্তমানে তার পরিচয় গায়িকা রূপেই। যদিও এই প্রতিযোগিতায় আসার পরেও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁকে। নেট মাধ্যমে তাঁকে নিয়ে চলেছে বিস্তর জলঘোলা। তবে বরাবরের মতোই সবকিছু এড়িয়ে গেছেন তিনি।
বর্তমানে পুরুলিয়ার আঞ্চলিক ফেসবুক গ্রুপগুলিতে তাকে নিয়ে চলছে মাতামাতি। লড়াই মঞ্চে অন্বেষার প্রতিযোগী হিসেবে রয়েছেন শুভদীপ, শ্রেয়া, বিশ্বরূপ, অনুরাধা এবং অনিন্দিতা। এখন দেখার সবার ইচ্ছে পূরণ করে বাকি সমস্ত প্রতিযোগীকে পেছনে ফেলে অন্বেষা জিতে নিতে পারেন কিনা সুপার সিঙ্গার সিজন ৪ এর ট্রফি।