দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় সলমন খান (Salman Khan)। গত শনিবার রাতে ইস্টবেঙ্গল ক্লাবের আয়োজন করা এই জলসায় সলমনের হাই ভোল্টেজ ধামাকা ডান্সের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভাইজানের এই দাবাং ট্যুরে তার সঙ্গী ছিলেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা (Probhu Deba) প্রমুখও। সঞ্চালকের জায়গায় ছিলেন মণীশ পল।
এমতাবস্থায় প্রভু দেবা স্টেজে উঠতেই উৎসাহ বাড়ল চারগুন। কারণ তিনি যে ডান্স গুরু। বলিউড বাসিন্দাদের নতুনভাবে নাচ শিখিয়েছিলেন তিনি। সাল ১৯৯৪ তে ‘হাম সে হ্যায় মুকবলা’ ছবির ‘উর্বশী উর্বশী’ গানে তার কোরিওগ্রাফি দেখে চমকে গেছিল গোটা ভারত। তবে এইদিন তার যে পারফরম্যান্সটা সকলের নজর কেড়েছে তা হল গোত্র সিনেমায় ‘রঙ্গবতী’ গানের পারফরম্যান্স।
এইদিন রঙ্গবতী গানে কোমর দোলালেন প্রভু দেবা। আর এই গোটা ঘটনায় কার্যত হতবাক সঙ্গীতশিল্পী ইমন ও সুরজিৎ। ইমনের কথায়, ‘আমি ভাবতে পারছি না। সবই জগন্নাথদেবের আশীর্বাদ। প্রভু দেবা ভারতীয় নাগরিকের ইমোশন, আমি আপ্লুত।’ এত গান থাকতে ইমনের রঙ্গবতীই কেন? কী এমন আছে এই গানে?
জবাবে গায়িকা বলেন, ‘ বাংলার লোকগানের আলাদা একটা আবেদন রয়েছে। যখন আসল গুণীজন তাঁর কদর করেন তখন তার গুরুত্ব অনেক বেড়ে যায়। সত্যি আমার গানটা ধন্য হয়ে গেল।’ এই গানের সঙ্গে জড়িয়ে রয়েছেন ‘গোত্র’-র সংগীতপরিচালক সুরজিৎ। কারণ গানের ৬০ শতাংশের শুটিং হয়েছিল এই গায়কের বাড়িতেই। এমনকি মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও গানের লেখা তারই।
এই প্রসঙ্গে সুরজিৎ বলেন, ‘ আমি এতটাই উত্তেজিত যে কী বলব বুঝতে পারছি না। তোমাদের থেকেই প্রথম জানছি।’ গায়কের আরো সংযোজন, ‘ অনেক আগে থেকে আমি ওনার ফ্যান। এ আর রহমানের সুরে ‘চিকু বুক রইলে’ বলে একটা গানে গৌতমীর সঙ্গে প্রভু দেবার প্রথম নাচ দেখেছিলাম রেল স্টেশনে। আমি অবাক হয়ে গেছিলাম কী করে একটা মানুষ এরকম নাচতে পারে !’
এখানেই থেমে নেই, পুরোনো দিনের কথা মনে করে সুরজিৎ বলেন, ‘এখন মনে পড়ছে রঙ্গবতী কী ভাবে বানিয়েছিলাম, কীভাবে ট্র্যাক তৈরি হয়েছিল। শিবু আর নন্দিতাদি কীভাবে প্ল্যানিং করেছিল। উড়িষ্যায় সিকোয়েন্স ছিল তাই এই গান বাছা হয়েছিল। মিউজিক অ্যারেঞ্জমেন্টে নতুনত্ব এনেছিলাম। ‘ট্যারারা’ এই সিগনেচার টিউনটা বাজানোর জন্য নতুন ইনস্ট্রুমেন্ট এনেছিলাম। চাইনিজ বুনুসি এই গানেই প্রথম ব্যবহার করি। গানটা এতদূর পৌঁছে গেছে যে প্রভু দেবা সেই গানে নাচছেন কল্পনাই করা যায় না। প্রভু দেবা যে মনে করেছেন এই গানের মধ্যে এমন কিছু আছে যে তিনি নাচতে পারেন এটাই আমার কাছে সবচয়ে বড় প্রাপ্তি।’