Surekha Yadav

Surekha Yadav: বন্দে ভারত চালিয়েও গড়েছেন রেকর্ড, এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব কে চেনেন?

নিউজ শর্ট ডেস্ক: আজ রাত পোহালেই আগামীকাল অর্থাৎ ৮ মার্চ গোটা বিশ্বজুড়ে পালিত হতে চলেছে আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। এখনকার দিনের মেয়েরা যে ঘরে বাইরে দুদিকেই সমান দক্ষতার সাথে কাজ করে থাকে তার উদাহরণ রয়েছে ভুরি ভুরি।  এখন পৃথিবীতে এমন কোনোকাজ নেই যেখানে মেয়েরা সাফল্য অর্জন করেননি।

এখন দেশের প্রতিটি ক্ষেত্রেই এককথায় সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন মেয়েরাও। এমনকি দেশের অগ্রগতিতেও সমান অবদান রয়েছে তাঁদের। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ আপনাদের জানাবো আমাদের দেশের এমনই একজন দৃষ্টান্ত স্থাপনকারী মহিলা সম্পর্কে।

যিনি শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বের মেয়েদের কাছেও গর্বের আর এক নাম। এখানে কথা হচ্ছে আমাদের দেশের তথা এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট (Women Loco Pilot) সুরেখা যাদব (Surekha Yadav) সম্পর্কে। দেশের প্রথম মহিলা ট্রেন চালক হওয়ার পাশাপাশি তিনিই প্রথম মহিলা ট্রেন চালক যিনি বন্দে ভারত এক্সপ্রেসও চালিয়েছেন।

আন্তর্জাতিক নারী দিবস,International Women's Day,মহিলা লোকো পাইলট,Women Loco Pilot,সুরেখা যাদব,Surekha Yadav,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সুরেখা যাদব প্রথমবার ট্রেন চালিয়েছিলেন ১৯৮৯ সালে। তারপর থেকে তার নাম উঠে এসেছে ইতিহাসের পাতায়। লোক পাইলট হিসেবে চাকরি করার সময় থেকেই  সুরেখা প্রমাণ করে দিয়েছিলেন আমাদের দেশের মহিলারা প্রতিটি ক্ষেত্রেই পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন।

আরও পড়ুন: লাগবে না কোনো টিকিট, ভারতের এই ট্রেনে যাতায়াত করতে পারবেন একদম বিনামূল্যে!

তাঁর  আগে ভারতে কোন মহিলা লোকো পাইলট ছিলেন  না।আমাদের দেশের প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদব বন্দে ভারত এক্সপ্রেসও চালিয়েছেন।২০২৩ সালের ১৩ মার্চ প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে ছিলেন তিনি । সোলাপুর থেকে মুম্বাই পর্যন্ত দেশের সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত চালিয়ে নতুন মাইলস্টোন ছুঁয়ে ছিলেন সুরেখা।

বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে সুরেখা যাদব বলেছিলেন, ‘১৯৮৯ সালে চাকরিতে যোগ দেওয়ার পর গত ৩৪ বছরের কর্ম জীবনে বাবা-মা ও শ্বশুরবাড়ির সহযোগিতা পেয়েছি। বন্দে ভারত ট্রেন চালানোর সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাই।’

আন্তর্জাতিক নারী দিবস,International Women's Day,মহিলা লোকো পাইলট,Women Loco Pilot,সুরেখা যাদব,Surekha Yadav,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সুরেখা যাদব আজ সমস্ত মহিলাদের কাছেই অনুপ্রেরণা। মহারাষ্ট্রের সাতারায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তিনি মহারাষ্ট্রের সরকারি পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন।

Avatar

anita

X