Arijit

আইসিসি ট্রফি জেতা দূর, বিরাট কিন্তু এখনও আইপিএল জিততে পারেনি, কটাক্ষ সুরেশ রায়নার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। আর তারপর থেকে ভারত অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। অনেকেই বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন।

   

অনেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট এর পরিবর্তে রোহিত শর্মাকে অধিনায়ক করার দাবী তুলেছেন। আবার সুনীল গাভাস্কার, কপিল দেবের মত প্রাক্তন ক্রিকেটাররা বিরাট কোহলিকেই সমর্থন করেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না।

রায়না বলেছেন, ” বিরাট কোহলি একজন বিশ্বমানের ব্যাটসম্যান। সেইসঙ্গে উনি একজন ভাল অধিনায়কও তার প্রমাণ আমরা গত কয়েক বছরেই পেয়েছি। অনেকেই বিরাট এর আইসিসি ট্রফির কথা বলছে বিরাট কিন্তু এখনও আইপিএল জেতেনি। ওকে এখনও কিছুটা সময় দেওয়া উচিত। আগামী দু’বছরে তিনটি বিশ্বকাপ রয়েছে। দুটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে বিশ্বকাপ। আমার মনে হয় সেখানেই বিরাট নিজেকে প্রমাণ করে দেখাবে।”