বিগত কয়েক মাস ধরে বেঙ্গল টপারের খেতাব নিজের দখলে রেখেছে স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। দার্জিলিং ট্যুর থেকে শুরু করে সোনার কিডন্যাপ, সূর্যর (Surya) দীপাকে (Deepa) নিজের স্ত্রীর পরিচয় দেওয়া সবে মিলিয়ে এই মেগা-তে এখন জমজমাট কাহিনী। আর তার মধ্যেই সূর্য জানতে পেরেছে যে, দীপাই রূপার আসল মা।
প্রসঙ্গত উল্লেখ্য, TRP তালিকায় বাকি সবাইকে টেক্কা দিলেও একঘেয়ে হয়ে যাচ্ছে কাহিনী, এমনটাই অভিযোগ নিত্য দর্শকদের। আসলে বেশিরভাগ দর্শক এখন সূর্য দীপার মিলন দেখতে চাইছে। এদিকে নির্মাতারা নিত্যনতুন চমক এনেই চলেছেন। ধীরে ধীরে সূর্য-দীপার মধ্যেকার সম্পর্ক আসছে ফোকাসে।
তবে যারা ধারাবাহিকটি ভালোবাসেন এবং নিয়মিত দেখেন তারা আজকের এপিসোডটি কোনোভাবেই মিস করবেননা। কারণ আজকের এপিসোডে রয়েছে জমজমাট চমক। আজকেই মুখোমুখি হবে সূর্য এবং কবির। আর তাও কী না শিবানী থাকাকালীনই।
প্রসঙ্গত, রূপার অ্যাডমিশন ফর্ম দেখার পর থেকেই নানা ধরণের চিন্তা ঘুরপাক খাচ্ছে সূর্যর মাথায়। এমনকি রূপাকে তার বাবার কথা জিজ্ঞেসও করে সে। উত্তরে রূপা জানায়, সে তার বাবাকে কখনও দেখেইনি। তার বাবা নাকি বিদেশে থাকে। পাশাপাশি রূপাও জানতে পারে যে, মিশকা সোনার মা নয়।
এরপরেই সূর্য ঠিক করে সে কবিরের সাথে দেখা করবে। আর ভাগ্যক্রমে সেইদিনই কলকাতা ফিরে আসে কবির এবং শিবানী। কবির ঠিক করে, তার বাড়িটা সে রূপার নামে করে দিয়ে যাবে। আর কবিরের এই প্ল্যানকে সমর্থন জানায় শিবানীও। আর ঠিক তারপরেই কবীরকে দেখতে পায় সূর্য।
কবিরকে দেখে রীতিমত রেগে যায় সূর্য। আর ঠিক তখনই চলে আসে শিবানী। সূর্য জানতে পারে, কবির আর দীপার বিয়ে হয়নি বরং কবির বিয়ে করেছে শিবানী। শুধু তাই নয়, আগামী পর্বেই দেখতে পাবেন মদ খেয়ে দীপার কাছে যায় সূর্য। দীপাকে জানায়, তাকে খুব ভালোবাসে সে। এমনকি দীর্ঘ সময় পর দীপাকে জড়িয়ে ধরে সে।