নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় এখন নিত্য নতুন সিরিয়ালের (New Serial) আনাগোনা লেগেই রয়েছে। এখনকার দিনে সব বাংলা সিরিয়ালের (Bengali Serial) শেষ কথা টিআরপি। তাই টিআরপি তালিকার পিছিয়ে পড়লেই সেই সিরিয়াল বন্ধ করে দিতে আর দুবার ভাবছে না চ্যানেল কর্তৃপক্ষ। তাই এখনকার দিনে টিআরপি কমলেই বেশ ভয়ে ভয়ে থাকছে বেশিরভাগ সিরিয়ালের। যার ফলে এখন টেলিভিশনের পর্দায় কোন সিরিয়ালের গল্পই আর ইলেলাস্টিকের মতো টেনে টেনে লম্বা করা হয় না।
বরং নির্দিষ্ট সময়েই বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ বাংলা সিরিয়াল। তাই টেলিভিশনের পর্দায় কোন সিরিয়ালের বয়স ৩ মাস তো কারও আবার টেনেটুনে ছমাস। টিআরপির অভাবে যেমন সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে তেমনি আবার স্লট হাতছাড়া হচ্ছে একাধিক বাংলা সিরিয়ালের। এবার তেমনই নতুন সিরিয়ালের কোপে পড়ল স্টার জলসার (Star Jaldsha) জনপ্রিয় সিরিয়াল ‘তুঁতে’ (Tunte)।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ‘কথা’র (Kotrha) প্রোমো। এই ধারাবাহিকে নায়িকা কথার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে (Sushmita Dey)। যদিও স্টার জলসায় সুস্মিতা অভিনীত দু’দুটি সিরিয়াল ‘বৌমা একঘর’ এবং ‘পঞ্চমী’ দুটিই পরপর ফ্লপ হয়েছে। তবে এই নতুন নতুন ধারাবাহিকে স্টার জলসার সবচেয়ে বড় বাজি হলেন সুস্মিতার বিপরীতে থাকা জনপ্রিয় টলিউড অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)।
সাহেব বাংলা সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের জগতেও দারুন জনপ্রিয়। এবার তাঁকেই নতুন বাংলা সিরিয়ালের নায়ক বানিয়ে দারুন চমক দিয়েছে স্টার জলসা। এখানেই শেষ নয়, এই সিরিয়ালটিকে তুরুপের তাস বানিয়ে প্রতিদ্বন্দ্বি জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল জগদ্ধাত্রীর বিপরীতে জায়গা দিয়েছে স্টার জলসা।
আরও পড়ুন: রাতারাতি ‘লাভ বিয়ে আজকাল’র নায়িকা বদল, কেন বাদ পড়লেন মৌমিতা? মুখ খুললেন অভিনেত্রী
সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়াল সম্প্রচারের দিনক্ষণ। যা থেকে জানা যাচ্ছে আগামী ১৫ই ডিসেম্বর থেকেই সন্ধ্যা সাতটায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল। প্রসঙ্গত জি বাংলার জগদ্ধাত্রীর বিপরীতে আজ পর্যন্ত প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার কোন সিরিয়ালই টিকতে পারেনি। এখন দেখার সুস্মিতা সাহেবের এই নতুন সিরিয়াল সেই রেকর্ড ভাঙতে পারি কিনা!
আরও পড়ুন: TRP টপার হয়েও শেষ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী? এতদিন পর সত্যিটা জানালেন জ্যাস ওরফে জগদ্ধাত্রী
প্রসঙ্গত ‘কথা’ স্টার জলসার ‘তুঁতে’র জায়গা নেওয়ায় অনেকের মনেই প্রশ্ন আসছে তাহলে কি এবার তুঁতে শেষ হয়ে যাবে? আসলে তা নয় নতুন সিরিয়াল আসায় তুঁতে’কে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাত সাড়ে দশটার স্লটে। কারণ ওই স্লটে সম্প্রচারিত হওয়া জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়া এবার শেষ হতে চলেছে।