পাকিস্তান সমর্থন মানল না যোগীরাজ্য, ৩ ছাত্রকে করা হল সাসপেন্ড

এমনিতেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো নয় ভারতবর্ষের। তার মধ্যে বাংলাদেশে যেভাবে মুসলিমরা হিন্দু ভারতীয়দের ওপর অত্যাচার চালিয়েছিল, তার ফলে খুব্ধ ছিলেন সকলেই। এমতাবস্থায় রবিবার ভারত এবং পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নির্দ্বিধায় ছিল এক ঐতিহাসিক ম্যাচ। কিন্তু ভারতবাসীকে হতাশ করলেন ভারতের ক্রিকেটাররা। খুব সহজে পাকিস্তান যুদ্ধে গিয়েছিল এই ম্যাচ। নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান যুদ্ধে জয়ী হয়েছিল।

কিন্তু এই ঘটনা ঘটার পর থেকেই দেশজুড়ে নানান দেশবিরোধী ঘটনা সামনে উঠে আসতে শুরু করে। উত্তরপ্রদেশের আগ্রা থেকে এমন একটি ঘটনা উঠে এসেছে যারা দেখে সকলে নিন্দা করেছেন। পাকিস্তানের জয়তে খুশি প্রকাশ করতে গিয়ে আর বি এস ইঞ্জিনিয়ারিং কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল কলেজ কর্তৃপক্ষ। ভারতের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে সাপোর্ট করার জন্য সাসপেন্ড করা হলো তাদের।

কিন্তু কি এমন করেছিল ওই ছাত্ররা?আসলে পাকিস্তান জয়ী হবার পর রাজা বলওয়ন্ত্ত সিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ক্যাম্পাসে পাঠরত ৩ ছাত্র পাকিস্তানপন্থী স্লোগান তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট করেন। ঠিক এই কারনে তাদের সাসপেন্ড করল কলেজ কর্তৃপক্ষ।এই বিষয়ে সিটি আগ্রা কলেজের অধ্যাপক বিকাশ কুমার জানিয়েছেন, “ভারত-পাকিস্তান ম্যাচের পর হোয়াটসঅ্যাপে দেশবিরোধী কিছু মেসেজ শেয়ার করেছিল ছাত্ররা। এই ঘটনার ভিত্তিতে মামলা দায়ের করা হয়। প্রমাণ পাওয়ার পর সাসপেন্ড করা হয় তাদের”।

প্রসঙ্গত, পাকিস্তান জয়যুক্ত হলে উল্লাস করার অপরাধে SKIMS মেডিক্যাল কলেজ এবং সরকারি মেডিকেল কলেজের (GMC) ছাত্রদের বিরুদ্ধে UAPA এবং IPC ধারায় মামলা দায়ের করে শ্রীনগর পুলিশ।

Papiya Paul

X