Jagadhatri

anita

সূর্য-দীপাকে হারিয়ে কেমন লাগছে? বেঙ্গল টপার হয়ে আনন্দে আত্মহারা ‘জগদ্ধাত্রী’র স্বয়ম্ভু

নিউজ শর্ট: এখনকার দিনে বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই টিআরপির (TRP) খেলা! তাই সব সিরিয়ালেরই সাফল্য কিংবা ব্যর্থতা নির্ভর করে এই টিআরপি স্কোরের ওপর। প্রত্যেক সপ্তাহে প্রকাশ্যে আসা এই টিআরপি তালিকার ওপরেই ভাগ্য নির্ধারণ করে সব সিরিয়ালের। টানা প্রায় ১১মাস ধরে তালিকায় টিআরপি তালিকায় শীর্ষস্থান নিজেদের দখলেই রেখেছিল স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।

   

কিন্তু বর্তমানে এই ধারাবাহিকের গল্পে এসে গিয়েছে ভীষণ একঘেয়েমি। যা দেখে বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকরাও। যার ছাপ পড়েছে টিআরপি তালিকাতেও। অন্যদিকে এতদিনপর  অনুরাগের ছোঁয়াকে প্রথম স্থান থেকে সরিয়ে সেরার সেরা হয়েছে জি বাংলার (Zee Bangla) ফার্স্ট গার্ল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। যদিও একটা সময় এই অনুরাগের ছোঁয়াকে হারিয়েই একটানা বেঙ্গল টপার হয়ে রেকর্ড করেছিল জগদ্ধাত্রী।

পরে অনুরাগের ছোঁয়ার টানটান গল্পের সামনে অনেকটাই পিছিয়ে পড়েছিল এই সিরিয়াল। তবে বেঙ্গল টপারের মুকুট হাতছাড়া  হলেও টিআরপি তালিকায় বরাবরই প্রথম পাঁচের মধ্যেই জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী। বরাবরই এই দুই সিরিয়ালের নায়ক-নায়িকা সূর্য-দীপা আর জ্যাস-স্বয়ম্ভূর (Jass-Swambhu) মধ্যে চলতে থাকে প্রতিযোগিতা। তবে দিওয়ালির আগেই এবার বিরাট ধামাকা করে পাশা  পাল্টে দিল জগদ্ধাত্রী।

বাংলা সিরিয়াল,Bangla Serial,টিআরপি নম্বর,TRP Score,জগদ্ধাত্রী,Jagadhatri,স্বয়ম্ভু,Swambhu,সৌম্যদীপ মুখার্জী,Soumyadeep Mukherjee,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অনেকদিন পর বেঙ্গল টপার হতে পেরে দারুন খুশি জগদ্ধাত্রী সিরিয়ালের গোটা টিম। অনুরাগের ছোঁয়াকে সিংহাসনচ্যুত করার পর সম্প্রতি পর্দার প্রতিক্রিয়া জানতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল খোদ অভিনেতা সৌম্যদীপ  মুখোপাধ্যায়ের (Soumyadeep Mukherjee) সাথে। দুই সিরিয়ালের অনুরাগীদের মধ্যে কড়া টক্কর চললেও বিষয়টিকে টক্কর বলতে নারাজ অভিনেতা।

বাংলা সিরিয়াল,Bangla Serial,টিআরপি নম্বর,TRP Score,জগদ্ধাত্রী,Jagadhatri,স্বয়ম্ভু,Swambhu,সৌম্যদীপ মুখার্জী,Soumyadeep Mukherjee,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এদিন তাই এ প্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘এমন টক্কর বলবেন না। জীবনে যেমন ওঠা-পড়া থাকে এ ক্ষেত্রেও বিষয়টা তেমনই।’এ এমন টক্কর বলবেন না জীবনে যেমন ওঠা পড়া থাকে এক্ষেত্রেও বিষয়টা তেমনি। সেইসাথে অভিনেতা জানিয়েছেন প্রথম হতে সবারই ভালো লাগে সৌম্যদীপের কথায় প্রথম হলে তো আনন্দ লাগবেই প্রথম দিন থেকে এখনো পর্যন্ত দর্শকের আমাদের নিয়ে যে আগ্রহ রয়েছে, এটা ভাবতে ভালো লাগে। গল্পই হলো নায়ক নায়িকা