Swastika Dutta

anita

Swastika Dutta: ছোটপর্দায় ফিরছেন ‘ইয়ং শ্বাশুড়ি’ স্বস্তিকা! নতুন সিরিয়াল প্রসঙ্গে মুখ খুললেন নায়িকা

নিউজ শর্ট ডেস্ক: টিভি খুললেই এখন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। এই সমস্ত সিরিয়ালের হাত ধরে শুধুই যে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে তা নয়। নতুন রূপে, নতুন চরিত্রের হাত ধরে ফিরছেন বহু পুরনো অভিনেতা-অভিনেত্রীরাও। বাংলা সিরিয়ালের জগতে এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 

   

তাঁকে শেষ বার দেখা গিয়েছে জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালে। যদিও সেই সিরিয়াল শেষ হয়েছে গত বছরের জুলাই মাসেই। সেই থেকে  ছোটপর্দা  থেকে আপাতত দূরেই রয়েছেন অভিনেত্রী। তবে সিরিয়ালে অভিনয় না করলেও স্বস্তিকা এখন দাপিয়ে অভিনয় করছেন বাংলা ওয়েব সিরিজে।

প্রসঙ্গত ইদানিং এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাঁরা সিনেমা কিংবা ওয়েব সিরিজের মতোই সমান গুরুত্ব দিচ্ছেন জিওনপ্রিয় বাংলা মেগা সিরিয়াল গুলিকেও। ব্যতিক্রম নন স্বস্তিকাও। তিনি কখনওই বেছে কাজ করেন না। এই মুহূর্তে প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত ‘আলাপ’ ছবির শুটিংয়ে ব্যস্ত নায়িকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্বস্তিকা দত্ত,Swastika Dutta,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সিনেমা কিংবা সিরিয়ালে অভিনয় করার প্রসঙ্গে এদিন অভিনেত্রী বলেছেন,‘আমি কোনও পরিকল্পনা নিয়ে এগোতে পারি না। কারণ, আমার সুবিধা মতো প্রযোজক বা চ্যানেল তো আমাকে কাজ দেবে না। তাই যেমন কাজ আসে পর পর, সেই ভাবেই করি।’

আরও পড়ুন: অনিকেতকে ছেড়ে সৃজনের হাত ধরল শ্বেতা! ফাঁস সোনার সংসার অ্যাওয়ার্ডের ভিডিও

স্বস্তিকা মনে করেন, ইন্ডাস্ট্রিতে খুব কম অভিনেত্রীই রয়েছেন, যাঁরা বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা আর ওটিটিতেও কাজ করছন। এপ্রসঙ্গে এদিন তিনি  বলেছেন, ‘এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয়, দর্শকদের সামনে যত বেশি থাকা যায়, ততটাই তাঁদের মনেও থাকা সম্ভব। কারণ দর্শকদের পছন্দ প্রতিনিয়ত বদলাচ্ছে।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্বস্তিকা দত্ত,Swastika Dutta,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

এছাড়া এতদিন ছোট পর্দা  থেকে তাঁর দূরে থাকার কারণ কী? এপ্রসঙ্গে স্বস্তিকা এদিন হেসে বলেছেন, কী করে বলবো তোমায়’-এর পর তো সিরিয়ালের কাজে দেড় বছরের বিরতি ছিল। সেই সময় আমি ছবি আর ওয়েব সিরিজ় করেছিলাম।’ জানা যাচ্ছে আপাতত অভিনেত্রীর বেশ কিছু নতুন প্রজেক্ট মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি, নতুন কাজের কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন নায়িকা। কিন্তু চূড়ান্ত না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কিছুই।