Arijit

বিশ্বকাপের দল বাছাইয়ের সময় রবি শাস্ত্রীকে ফোন করার পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার

আর কয়েক মাসের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। হাতে আর তিন মাস এরও কম সময়। ইতিমধ্যেই দল গঠনের কাজ শুরু হয়ে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রতিটি সিরিজে দেখে নেওয়া হচ্ছে একাধিক ক্রিকেটারকে।

   

যত ম্যাচ কমছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে কারা থাকবেন সেই নিয়ে চিন্তা তত বাড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে এ বার মুখ খুললেন ভারতের প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

এইদিন ক্রিকেট নিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত এবং রবি শাস্ত্রী। সেখানে ভারতীয় দল নিয়ে কথা বলছিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার। সেই অনুষ্ঠান থেকেই চেতনের উদ্দেশে শ্রীকান্ত বলেন, “ঠিক দল বেছে নিতে হবে। চেতনের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। এ ভাই চেতন, ঠিক দল বেছে নিও। পরামর্শ চাইলে আমাকে ফোন করো, রবি শাস্ত্রীকে ফোন করো। আমরা দু’জন ভাল উপদেশ দেব।”