Tourist Spot

Tourist Spot: তাজমহল নয়, বিদেশী পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা ভারতের এই আশ্চর্য মন্দির!

নিউজশর্ট ডেস্কঃ আমাদের দেশে বেশকিছু দর্শনীয় স্থান(Tourist Spot) রয়েছে যেগুলোর জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী। আমরা সকলেই জানি তাজমহলের(Tajmahal) অপরূপ সৌন্দর্যের কথা। প্রতিবছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক তাজমহল দর্শনে আসেন। তবে বিদেশি পর্যটকেরা তাজমহলের তুলনায় ভারতের আরও একটি জনপ্রিয় জায়গা দর্শনের জন্য আসেন। এই জায়গাটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।

মহাবালিপুরম মন্দির দেখার জন্য বহু পর্যটক এখানে ভ্রমনে আসেন। ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী, এখানে সর্বাধিক সংখ্যক বিদেশি পর্যটক এসেছিলেন। সেই সময় বিদেশে পর্যটকের সংখ্যা ছিল ১.৪৫ লক্ষ। অসাধারণ সুন্দর স্থাপত্যের নিদর্শন এই মাম্মলপুরম বা মহাবালিপুরম। এই শহরটি পল্লব রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে অনেক সুন্দর মন্দির রয়েছে। এই স্থাপত্যে এবং খোদাইকে আরো বেশি পরিচিতি প্রদান করেছে।

এই স্থাপত্যে শিল্প দেখতেই পর্যটকেরা এখানে ভিড় করেন। এছাড়া তামিলনাড়ুর শালুওয়ানকুপ্পান মুরগার মন্দির ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পড়েছে। এখানে তৃতীয় ও অষ্টম শতাব্দীর মন্দিরও রয়েছে। এর পাশাপাশি স্থাপত্যে আগ্রহী লোকেরা তামিলনাড়ুর তুরমায়াম দুর্গ দেখতেও আসে।

আরও পড়ুন: Tourist Spot: বিরল প্রাণীদের বাস এই পাহাড়ি গ্রামে, কলকাতা থেকে কিছু দূরেই আছে লোকেশন, যাবেন নাকি?

প্রায় ৪০ একর জায়গার উপর নির্মিত এই দুর্গটি ১৮৬৭ সালে রাজা বিজয় রঘুনাথ সেতুপতি তৈরি করেছিলেন। এটি আমাদের দেশের সেরা ১০টি পর্যটন স্থানের মধ্যে রয়েছে। এছাড়াও ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত কুতুব মিনার এবং সেনজি ফোর্ট দেখতেও প্রতি বছর অনেক পর্যটক আসেন।

কন্যাকুমারীর ভাট্টকোট্টাই দুর্গ, যা ১৮ শতকে ত্রাভাঙ্কোর রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। সেটিও বিদেশী পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা। এছাড়াও লালকেল্লাও সেই জায়গাগুলির মধ্যে একটি, যেখানে পর্যটকেরা এটির সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব দেখে আকৃষ্ট হয়।

Papiya Paul

X