Tajmahal Story

Papiya Paul

Tajmahal Story: কোন রাস্তা দিয়ে তাজমহলে পৌঁছাতেন শাহজাহান? উত্তর জানলে অবাক হবেন আপনিও

নিউজশর্ট ডেস্ক: ভারত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল তাজমহল(Tajmahal)। প্রত্যেক বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটক এই তাজমহল দেখতে ভারতবর্ষে আসেন। তাজমহল মুঘল আমলে মমতাজের স্মরণে শাহজাহান তৈরি করেছিলেন। তবে আপনি কি জানেন শাহজাহান কোন পথ থেকে তাজমহলে পৌঁছাতেন?

   

আজকের প্রতিবেদনে আপনাকে তাজমহল সম্পর্কে এমন একটি গল্প জানাবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাজমহল যমুনা নদীর ডান তীরে অবস্থিত। ঐতিহাসিকদের মতে, শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মরণে ১৬৩২ সালে এই সমাধিটি চালু করেছিলেন।

এটি তৈরি করতে মোট ২২ বছর সময় লেগেছিল। কিভাবে শাহজাহান এই তাজমহলে পৌঁছাতেন? বিবিসির একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, শাহজাহান যমুনা হয়ে নৌকায় তাজমহলে পৌঁছান।

আরও পড়ুন: 4G-5G Network: 4G নাকি 5G কোন নেটওয়ার্কে ব্যাটারি খরচ বেশী? ৯৯% মানুষই করে বসেন এই বড় ভুল

এরপর তিনি ঘাটে নির্মিত সিঁড়ি বেয়ে সমাধিতে প্রবেশ করতেন। সেখানে বলা হয়েছে তাজমহলের বাগানের সেচের জন্য জলের অভাব যেতে না হয় তাই জন্যই যমুনা নদীর তীরে তাজমহল তৈরি করা হয়েছিল।