Tarakeswar-Bishnupur:

Papiya Paul

Tarakeswar-Bishnupur: লাগবে মাত্র ৩০ টাকা! তারকেশ্বর-বিষ্ণুপুর রুটে রেলের কাজ শেষ হলেই ‘দিলখুশ’ জনতার

নিউজশর্ট ডেস্কঃ এক জায়গা থেকে অন্য জায়গায় কম খরচের মধ্যে এবং কম সময়ে পৌঁছে যাওয়ার জন্য রেলপথের উপর ভরসা করে থাকে বহু মানুষ। আর সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল(Indian Railway) নানা রকমের পরিষেবা চালু করছে। ঠিক যেমন তারকেশ্বর-বিষ্ণুপুর রেলওয়ে প্রজেক্টর কাজ চলছে।

   

এই প্রজেক্টর কাজ শেষ হলে অনেক কম সময়ের মধ্যেই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পৌঁছে যাওয়া যাবে। এর পাশাপাশি খরচও অনেক কম হবে। ভারতীয় রেলের পূর্ব রেলের তরফ থেকে এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে রেলের তরফ থেকে সমস্ত অনুমোদন পাওয়া গেলেও কিছু জমি এই সংক্রান্ত ব্যাপারে সমস্যা দেখা দিয়েছে।

তাই সেই সমস্যা মিটে গেলেই যত দ্রুত সম্ভব এই কাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে। পূর্ব রেলওয়ে সূত্রের তরফ থেকে জানানো হয়েছে যে এই প্রজেক্টের ২৭ কিলোমিটার রেলপথের অধিকাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। এর পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে যে জমি সংক্রান্ত বিষয়ে খুব তাড়াতাড়ি সমস্ত মিটমাট করে কাজ করা শেষ করা হবে।

Indian Railways

আরও পড়ুন: Digha: আরও সুন্দরী হচ্ছে সৈকত শহর দিঘা! গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই জানুন

আর তাই ২০২৫ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ রেলের তরফ থেকে শেষ করা হবে বলে জানা গিয়েছে। ২০০১ সালে এই রেল  প্রজেক্টের অনুমোদন পাওয়া গিয়েছিল। এই অনুমোদনের পর তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ৩৪ কিলোমিটার রেললাইন সম্প্রসারণের কাজ হয়ে গিয়েছে। সেখান থেকে এখন ট্রেন চলাচল করে।

Indain Railways

আবার বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ২৩ কিলোমিটার রেলপথের কাজও শেষ হয়ে গিয়েছে এবং সেখানে ট্রেন চলাচল করে। কিন্তু মাঝখানে ২১ কিলোমিটারের মতো রেলপথের কাজ এখনো বাকি পড়ে রয়েছে। ২০২৫ সালের মধ্যে এই কাজ যদি সম্পন্ন হয়ে যায় তাহলে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর একবারে এক ট্রেনে পৌঁছে যাওয়া যাবে।