নিউজশর্ট ডেস্কঃ টিআরপি(TRP) তালিকায় এখন জবরদস্ত টক্কর চলছে জি বাংলা(Zee Bangla) এবং স্টার জলসার(Star Jalsa) মধ্যে। আর এই দুই চ্যানেলে একদিকে যেমন নন ফিকশন শো চলে ঠিক তেমন ফিকশন শো চলে। আর এখন জি বাংলার নন-ফিকশন শো গুলোর কাছে হেরে ভূত হচ্ছে স্টার জলসা। আর তাইতো স্টার জলসাতে এখন প্রায় নন ফিকশন শো নেই বললেই চলে।
জি বাংলাতে যখন নন-ফিকশন শো চলে, ঠিক সেই সময়ে স্টার জলসায় একটার পর একটা মেগা সিরিয়াল চলতে থাকে। এই মুহূর্তে দাদাগিরিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা প্রচুর। সাধারণ মানুষের সঙ্গে সেলিব্রিটিরা দাদাগিরি খেলতে আসছেন। একের পর এক জি বাংলার সিরিয়ালের তারকারা এই মঞ্চে খেলতে আসছেন। কিন্তু তবুও কিছুতেই টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারছে না দাদাগিরি।
এই দাদাগিরি যখন শুরু হচ্ছে তখন শুক্র আর শনিবারে সম্প্রচারিত হচ্ছিল। তবে পরবর্তীকালে বিগত দ’সপ্তাহ ধরে শনি এবং রবিবারের দেখানো হচ্ছে দাদাগিরি। আর এই সপ্তাহে টিআরপি তালিকায় সৌরভের দাদাগিরি শো নম্বর পেয়েছে মাত্র ৫.৮। আবার অন্যদিকে দাদাগিরিকে টপকে এই সপ্তাহে এগিয়ে গিয়েছে রচনার দিদি নাম্বার ওয়ান।
আরও পড়ুন: Sandhyatara: ভাঙবে না সন্ধ্যার সুখের সংসার, তারার জীবনে এন্ট্রি নিচ্ছে এই জনপ্রিয় নায়ক!
চলতি সপ্তাহে রচনার শো-এর সানডে ধামাকা নিয়ে টিআরপি রেটিং গিয়ে দাঁড়িয়েছে ৬.১-এ। স্টার জলসার শনিবার রাত্রে ৯-৩০ থেকে ১১-৩০ স্লটে টিআরপি ৫.১। আর রবিবারের ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত স্টার জলসা নম্বর গিয়ে দাঁড়িয়েছে ৫.৯। অর্থাৎ সৌরভ ম্যাজিক কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে রচনার দিদি নম্বর ওয়ানের কাছে।