Target Rating Point

Target Rating Point: ফের জবরদস্ত টক্কর পর্ণা ও ফুলকির! TRP চার্টে বিরাট বদল, তালিকা দেখলে অবাক হবেন

নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহেও চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট। এই সপ্তাহেও বাংলা ধারাবাহিকগুলোর মধ্যে জোর কদমে লড়াই চলেছে। এমনিতেই একদিকে লোকসভা নির্বাচন এবং অন্যদিকে আইপিএল। যার ফলে বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি লিস্টে(TRP List) অনেক প্রভাব পড়েছে।

আর তাই বাংলা সিরিয়ালগুলোর টিআরপি নম্বরেও অনেক বদল ঘটেছে। চলুন তাহলে এই সপ্তাহে সেরা ১০ সিরিয়ালের তালিকায় কোন কোন বাংলা সিরিয়াল রয়েছে দেখে নেওয়া যাক। এই সপ্তাহে আবার নিজের পুরনো জায়গায় ফিরে পেয়েছে ‘নিম ফুলের মধু’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৯। এরপর দ্বিতীয় স্থানে চলে এসেছে ‘ফুলকি’, এই সিরিয়াল পেয়েছে ৬.৫ নম্বর।

আর তৃতীয় স্থানে জায়গা হয়েছে গত সপ্তাহের বেঙ্গল টপার ‘কথা’র, এই সিরিয়াল নম্বর পেয়েছে ৬.৩। আর চতুর্থ স্থানে যুগ্মভাবে জায়গা পেয়েছে ‘গীতা এলএলবি’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। এদের প্রাপ্ত নম্বর ৬.২। এরপর পঞ্চম স্থানে জায়গা হয়েছে ‘জগদ্ধাত্রী’র। এই সিরিয়াল নম্বর পেয়েছে ৫.৪।

Target Rating Point

আরও পড়ুন: Vande Bharat: ঝামেলা-ঝক্কির দিন শেষ, এবার মাত্র ১.৩০ মিনিটে পৌঁছে যাবেন দিল্লি!

আর ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৩। আর সপ্তম স্থানে জায়গা হয়েছে ‘বধুয়া’র। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.২। চলুন তাহলে নিচে সেরা দশের তালিকা দেখে নেওয়া যাক।

প্রথম – নিম ফুলের মধু (৬.৯)

* দ্বিতীয় – ফুলকি (৬.৫)

* তৃতীয় –  কথা (৬.৩)

* চতুর্থ – গীতা এলএলবি (৬.২)

* চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে (৬.২)

* পঞ্চম- জগদ্ধাত্রী (৫.৯)

* ষষ্ঠ – অনুরাগের ছোঁয়া (৫.৩)

* সপ্তম – বঁধুয়া (৫.২)

* অষ্টম- জল থই থই ভালোবাসা (৪.৮)

* নবম – রোশনাই (৪.৫)

* দশম – আলোর কোলে (৪.৪)

Avatar

Papiya Paul

X