সূর্য-দীপা এক হতেই বিরাট চমক! পুরনো জায়গা ফিরে পেল জগদ্ধাত্রী? রইল মারকাটারি TRP লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ TRP List Of This Week In Bengali Serial:  প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বাংলা সিরিয়ালের(Bengali Serial) রিপোর্ট কার্ড বেরোনোর দিন। এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সিরিয়ালের সঙ্গে যুক্ত কলাকুশলী থেকে দর্শকরা পর্যন্ত। এই সপ্তাহে গণেশ চতুর্থীর জন্য বৃহস্পতিবার টিআরপি লিস্ট(Target Rating Point) প্রকাশিত হয়নি। আজকে প্রকাশিত হয়েছে এই সপ্তাহের ওলটপালট টিআরপি তালিকা(TRP List)

গত সপ্তাহে টিআরপি তালিকায় একেবারে দ্বিতীয় স্থান থেকে ছিটকে চতুর্থ স্থানে গিয়ে পড়েছিল ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে আবার সে নিজের জায়গা ফিরে পেয়েছে। জি বাংলার চ্যানেল টপার হয়েছে, ব্লুজ প্রোডাকশনের এই জগদ্ধাত্রী। তাহলে বাংলার সেরা ধারাবাহিক কোনটি? এই সপ্তাহেও সেরার সিংহাসন ধরে রেখেছে স্টার জলসার তুরুপের তাস ‘অনুরাগের ছোঁয়া’। এখন সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝি মিটেছে।

অন্যদিকে সূর্য এবং দীপাকে আলাদা করার জন্য নতুন ফন্দি করছে মিশকা। এই নানা রকম টানটান উত্তেজনা নিয়ে টিআরপি রেটিং এ নম্বর বেড়েছে অনুরাগের ছোঁয়ার। তার প্রাপ্ত নম্বর ৮.৯, জগদ্ধাত্রী পেয়েছে ৮.৪ পয়েন্ট। সেই শুরুর থেকে তৃতীয় স্থানে জায়গা দখল করে রেখেছে জি বাংলার ‘ফুলকি’। এই সপ্তাহেও সেটার অন্যথা হয়নি। ৭.৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে জায়গা রয়েছে ফুলকির। চতুর্থ স্থানে ৭.৭ পয়েন্ট পেয়ে জায়গা করে নিয়েছে ‘নিম ফুলের মধু’।

৫ নম্বর স্থান নিয়ে ইতিমধ্যে জোর টক্কর শুরু হয়ে গিয়েছে জি বাংলার ‘রাঙা বউ’ এবং স্টার জলসার ‘লাভ বিয়ে আজকালে’র মধ্যে। পাঁচ নম্বরে জায়গা রয়েছে রাঙা বউয়ের, এটির প্রাপ্ত নম্বর ৬.৮ পয়েন্ট। আর ওমকার এবং শ্রাবণের জুটির প্রাপ্ত নম্বর ৬.৪ পয়েন্ট।

চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহে বাংলা সিরিয়ালের সেরা ১০ তালিকায় কে কে রয়েছে?

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৯)

তৃতীয়- ফুলকি (৭.৮)

চতুর্থ- নিম ফুলের মধু (৭.৭)

পঞ্চম- রাঙা বউ (৬.৮)

ষষ্ঠ- সন্ধ্যাতারা (৬.৭)

সপ্তম- কার কাছে কই মনের কথা (৬.৬)

অষ্টম- খেলনা বাড়ি (৬.৫)

নবম- লাভ বিয়ে আজকাল (৬.৪)

দশম- হরগৌরী পাইস হোটেল (৬.৩)

এদিকে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’র জন্য শেষ হতে চলেছে ‘এক্কা দোক্কা’ এবং অন্যদিকের জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিলি’র জন্য স্লট হাতছাড়া হয়েছে মিতুলের। তবে টিআরপি তালিকায় এই সপ্তাহে অষ্টম স্থান দখল করেছে ‘খেলনা বাড়ি’। আবার স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’ সেরা দশের তালিকায় এখনো ঢুকতে পারেনি।

Papiya Paul

X