ফুরিয়ে গেছে সূর্য-দীপার ম্যাজিক, সবাইকে চমকে দিয়ে বাংলার সেরা জি বাংলার এই মেগা, রইল TRP লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি লিস্ট(TRP List) সামনে এসেছে। বৃহস্পতিবার এই দিনটির অপেক্ষায় থাকেন ভক্তরা। তাই আজকে চলে এসেছে সেই টার্গেট রেটিং পয়েন্ট(Target Rating Point)। এই সপ্তাহে টিআরপি রেজাল্ট দেখে চমকে গিয়েছেন দর্শকেরা। স্টার জলসা(Star Jalsa) এবং জি বাংলার(Zee Bangla)মধ্যে প্রত্যেক সপ্তাহেই এই টিআরপি নিয়ে একটা ঠান্ডা লড়াই চলতে থাকে।

বিগত কয়েক সপ্তাহ ধরে একটানা অনুরাগের ছোঁয়া বাংলার সেরা ধারাবাহিকের জায়গা দখল করে রেখেছে। যদিও মাঝে মাঝে জগদ্ধাত্রী এসে সেই জায়গা ছিনিয়ে নিয়েছে। তবে এই সপ্তাহেও সেই একই ঘটনা ঘটলো। ৮.১ পয়েন্ট পেয়ে বাংলার সেরা ধারাবাহিক হয়েছে ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় স্থানে মাত্র ৮ পয়েন্ট পেয়ে জায়গা পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে ৭.৯ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি।

চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা দশ সিরিয়ালের টিআরপি তালিকা-(TRP LIST OF BENGALI SERIAL)

জগদ্ধাত্রী – ৮.১ প্রথম

অনুরাগের ছোঁয়া – ৮.০ দ্বিতীয়

ফুলকি – ৭.৯ তৃতীয়

রাঙা বউ – ৭.৫

নিম ফুলের মধু – ৭.৪

সন্ধ্যাতারা – ৭.৩

বাংলা মিডিয়াম – ৬.৭

হরগৌরী পাইস হোটেল – ৬.৬

কার কাছে কই মনের কথা – ৬.৫

তুঁতে – ৫.৯

খুব শীঘ্রই বন্ধ হবে, স্টার জলসার বহুদিনের পুরনো সিরিয়াল ‘গুড্ডি’। এই সিরিয়ালের জায়গায় দেখানো হবে ‘রামপ্রসাদ’। আবার অন্যদিকে রামপ্রসাদের জায়গায় দেখানো হবে নতুন সিরিয়াল ‘তোমাদের রানী।’

Papiya Paul

X