নিউজশর্ট ডেস্কঃ সৌরভ গাঙ্গুলীকে(Sourav Ganguly) টক্কর দেওয়া সহজ কাজ নয়। ভারতীয় ক্রিকেট জগতে তার মত প্রতিভাবান ক্রিকেটার খুব কমই রয়েছেন। তবে আপনারা শুনলে অবাক হবেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীকে টক্কর দিয়েছেন খোদ টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি(Rachna Banerjee)। আর এই কথা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলে।
আপনিও নিশ্চয়ই এই কথা শুনে অবাক হয়েছেন। তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি পুরোটা পড়ে ফেলুন। বাংলা টেলিভিশনের সিরিয়ালগুলোর ভাগ্য নির্ধারণের জন্য প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকা(Target Raing List) প্রকাশ পায়। এই টিআরপি তালিকাতে ভালো রেজাল্ট করলে সিরিয়াল টিকে থাকে আর খারাপ সিরিয়াল রেজাল্ট করলে সেই সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়।
তবে শুধু সিরিয়াল নয়, সিরিয়াল ছাড়াও বিভিন্ন চ্যানেলের নন-ফিকশন শো গুলোর উপরও ভাগ্য নির্ধারণ হয় এই টিআরপি দিয়ে। চলতি সপ্তাহেও নন ফিকশন শো গুলির টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে যা দেখে চমকে গিয়েছেন দর্শকেরা। বাংলা টেলিভিশনের দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসা এবং জি বাংলাতে তিনটি নন ফিকশন শো চলছে। এগুলি হল ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance), দাদাগিরি আনলিমিটেড সিজন ১০ (Dadagiri Unlimited) এবং জি বাংলার (Zee Bangla) দিদি নং ওয়ান (Didi Number 1)।
আরও পড়ুন: ডোডো-সিড সব শেষ, এবার মার্কেট কাঁপাতে হাজির স্বস্তিক, ‘গীতা LLB’-র নায়ক আসলে কে জানেন?
প্রত্যেক সপ্তাহেই দাদাগিরি দুর্দান্ত রেজাল্ট করছে। তবে এই সপ্তাহে ঘটে গিয়েছে ছন্দপতন। দাদাকে পেছনে ফেলে ছক্কা হাঁকিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার ওয়ান। এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে জানা গিয়েছে দাদাগিরি নম্বর পেয়েছে ৫.৪। অন্যদিকে সানডে ধামাকা এপিসোডে ৬ রেটিং নিয়ে টিআরপি টপার হয়েছে দিদি নাম্বার ওয়ান। নন ফিকশন শো গুলির ক্ষেত্রে। ঘরে ঘরে জি বাংলার চলতি সপ্তাহের রেটিং দাঁড়িয়েছে ১.৫। অর্থাৎ এই সপ্তাহে টিআরপি রেটিং-এ বাংলার মহারাজকে হারিয়ে দিয়েছে বাংলার দিদি রচনা।