নিউজ শর্ট ডেস্ক: এই প্রতিযোগিতার বাজারে কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও বড় বড় কোম্পানিগুলির মধ্যে চলছে কড়া প্রতিযোগিতা। ছোটো খাটো বিষয় নিয়েই প্রতি মুহূর্তে তাদের মধ্যে চলছে কড়া টক্কর। তবে এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ চাকরি দেওয়ার প্রতিযোগিতায় সম্প্রতি সবাইকে তাক লাগিয়ে দিয়ে প্রথম স্থান অধিকার করে নিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)।
বিগত ৯ বছর ধরে সবথেকে বেশি সংখ্যক কর্মীকে নিয়োগ করে প্রথম স্থান নিজেদের দখলেই রেখেছে এই কোম্পানি। সম্প্রতি এই কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমীক্ষা চালিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ৩২ টি প্রথম সারির কোম্পানির মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল ।
আর সেখানেই আরও একবার প্রথম স্থানে জায়গা করে নিয়ে রেকর্ড করেছে টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS)। রিপোর্ট বলছে বর্তমানে ৫৫ টি দেশে টাটা কনসালটেন্সির শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে। আর সেই সমস্ত কোম্পানিতে মোট ১৫৩ টি দেশের প্রায় ৬ লক্ষ মানুষ কর্মী নিযুক্ত রয়েছেন। আর জানা যাচ্ছে এদের মধ্যে প্রায় ৩৬ শতাংশই রয়েছেন মহিলা কর্মী।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার জন্য এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এইভাবে একটানা টানা ৯ বছর ধরে সারা বিশ্বে নিয়োগকারী সংস্থা হিসেবে শীর্ষস্থান অধিকার করে এই কোম্পানি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।
সম্প্রতি টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট-এর তরফ থেকে করা এই সমীক্ষায় TCS-কে দীর্ঘমেয়াদী নিয়োগকারী সংস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই গ্লোবাল সমীক্ষায় যে বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল সেগুলি হল কোম্পানির এইচআর পলিসি, পরিবেশ, কিংবা কর্মীদের গুণাবলী। সব মিলিয়ে মোট কুড়িটি বিষয়ের ওপর বিশ্লেষণ করা হয়েছিল।
প্রসঙ্গত করোনা কালে কর্মীদের জন্য যে ওয়ার্ক ফ্রম হোম পরিষেবা চালু ছিল তা ০১.০২.২০২৪ থেকে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে কোম্পানির পক্ষ থেকে কর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি, ভেরিয়েবল পে সংক্রান্ত বিষয়ে নজর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।