Ratan Tata Passed Away

শিল্পজগতে একটা যুগের অবসান, প্রয়াত রতন টাটা

পার্থ মান্নাঃ দুর্গাপুজো তথা নবরাত্রির আনন্দে যখন গোটা দেশ মেতে উঠেছে তখনই এল খারাপ খবর। প্রয়াত রতন টাটা (Ratan Tata)। মুহূর্তের মধ্যেই শোকের ছায়া নেমে এল শিল্প জগতে। শুনে বিশ্বাস না হলেও এটাই সত্যি। গতকাল অর্থাৎ বুধবার রাত্রে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন রতন টাটা।

বিগত কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ৮৬ বছর বয়সী রতন টাটার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েছিলেন সকলেই। সেই চিন্তা দূর করে নিজেই জানান সুস্থ আছেন। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না।

গতকাল মধ্যরাত্রে দুঃসংবাদ আসতেই একপ্রকার অবাক গোটা দেশ তথা রতন টাটার ভক্তরা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্বরা তার চলে যাওয়াতে শোক প্রকাশ করেছেন। কারণ রতন টাটার চলে যাওয়া যে একটা যুগের অবসান ও এক অপূরণীয় ক্ষতি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে লেখেন, ‘রতন টাটা একজন ব্যবসায়ী নেতা, দয়ালু ও অসাধারণ মানুষ ছিলেন। ভারতের অন্যতম পুরোনো ও মর্যাদাযুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে এসেছেন তিনি। শুধুমাত্র বোর্ডরুমে নয় তার অবদান ছিল আরও বিস্তৃত। ওনার নম্রতা, উদারতা ও সমাজকে আরও উন্নত করার অবিচল অঙ্গীকার সকলের কাছেই সমাদৃত। রতন টাটার অনন্য দিক ছিল বড় স্বপ্ন দেখা ও সেটা পূরণের জন্য তার আবেগ’।

এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেন দুসোঙ্গাবাদ পাওয়ার পরেই। মমতা লেখেন, টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে শোকাহত। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা ও একজন জন-উৎসাহী জনহিতৈষী। তাঁর মৃত্যু ভারতীয় ব্যবসায়িক জগৎ ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হবে। তার পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।’

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X