মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন সোনা! গরীবদের জন্য দুর্দান্ত স্কিম আনলেন রতন টাটা

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে সবসময় সোনাকে(Gold) অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। এর কারণ হলো সোনাকে বিশ্বের অধিকাংশ মানুষ একটি নিরাপদ ইনভেস্টমেন্ট হিসেবে মনে করে থাকেন। কারণ সোনার দামে প্রবল হেরফেরের কারণে যারা সোনাতে অর্থ বিনিয়োগ করেন তারা সবসময় চান ভালো মোটা টাকা লাভ করতে।

এছাড়া ভারতবর্ষে কন্যার বিবাহের ক্ষেত্রেও সোনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর তাই জন্যই সোনার গুরুত্ব বেশি থাকে। তবে নিত্যদিন যেভাবে সোনার দাম বাড়ছে সেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের কাছে সোনা কেনা কিংবা সোনায় টাকা বিনিয়োগ করা দুঃসাধ্য ব্যাপার। আর এমন পরিস্থিতিতে টাটা গ্রুপের(Tata Group) তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে মাত্র ১০০ টাকাতে সোনা কেনা বা সোনায় বিনিয়োগ করা যাবে।

শুনতে অবাক লাগলেও টাটা গ্রুপের মত এই বিশ্বস্ত সংস্থা এমন একটি স্কিম এনেছে যার ফলে দেশের নিম্নবিত্ত মানুষেরা চাইলে অর্থ বিনিয়োগ করতে পারবেন। টাটা গ্রুপের তানিষ্ক ব্রান্ডের তরফ থেকে মাত্র ১০০ টাকা সোনার ওপর বিনিয়োগ করার স্কিম নিয়ে আসা হয়েছে। এই স্কিমের মাধ্যমে সোনাতে বিনিয়োগ করে নিজেদের অর্থ বৃদ্ধি করে পরবর্তীতে সেই টাকা দিয়ে সোনাও কেনা যাবে।

আরও পড়ুন: পাবে না কেউ রেহাই! ২০৩০ সালের মধ্যে জলের তলায় ডুববে কলকাতা, ভয়ঙ্কর সতর্কবাণী বিজ্ঞানীদের

মাত্র ১০০ টাকা করে সোনার ওপর বিনিয়োগ করার জন্য দেশে যে সকল তানিষ্কের শোরুম রয়েছে সে সকল শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া অনলাইনেও বিনিয়োগ করার সুযোগ রয়েছে। এই বিনিয়োগ শুধুমাত্র ২৪ ক্যারেটের সোনার দামের ভিত্তিতেই করা যাবে। তবে এক্ষেত্রে বিনিয়োগকারীরা চাইলে ১০০ টাকার বেশি যত খুশি টাকা দিয়েও বিনিয়োগ করতে পারেন। ধরা যাক কোন ব্যক্তি গয়না তৈরির জন্য দীর্ঘমেয়াদে নিজের সোনা সঞ্চয় করতে চান।

সেক্ষেত্রে এই স্কিমের বিকল্প আর অন্য কিছু হতে পারে না। এছাড়া বর্তমান সময়ে ডিজিটাল উপায়ে সোনার ওপর অর্থ বিনিয়োগ করা হলে সেই সোনার সুরক্ষার জন্য ব্যাংকের লকারের খরচ নিতে হবে না। এরপর বিনিয়োগ তোলার পর সেই টাকা সরাসরি একাউন্টে চলে আসবে। আপনি চাইলে সেই টাকা দিয়ে গয়না কিনতে পারেন অথবা আর অন্য কিছু কাজে লাগাতে পারবেন।

Papiya Paul

X