গ্রাহকদের ঝক্কির দিন শেষ! এবার নতুন সিম নিতে ফর্ম পূরণ নয়, নতুন নিয়ম আনল DOT

নিউজশর্ট ডেস্কঃ এবার মোবাইল ব্যবহারকারী গ্রাহকদের জন্য নিয়মে বেশ কিছু বদল নিয়ে আসা হবে। ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) ‘মোবাইল ইউজার এনরোলমেন্ট’ নিয়মে পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, এবার থেকে কাগজভিত্তিক কেওয়াইসি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে।

হঠাৎ করে কেন এই পুরনো নিয়মের বদল? এই পরিবর্তনের কারণ হলো টেলিকম সংস্থাগুলির খরচ কমানো এবং জালিয়াতির হাত থেকে মোবাইল গ্রাহকদের রক্ষা করা। দেশের অন্যতম তিনটি সবথেকে জনপ্রিয় টেলিকম অপারেটর জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া এই সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে। কবে থেকে এই পরিবর্তন শুরু হবে? বলা হয়েছে আগামী ২০২৪-এ সালের ১ জানুয়ারি থেকে পুরনো প্রক্রিয়া বদল করে নতুন প্রক্রিয়া চালু হবে।

এবার নতুন নিয়ম অনুযায়ী, কাগজ ভিত্তিক ভেরিফিকেশন প্রক্রিয়াটি পুরোটাই ডিজিটালাইজ হয়ে যাবে। অর্থাৎ কাগজে ফর্ম পূরণ করার সিস্টেমের বদলে ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়া চালু করা হবে। সম্প্রতি এই প্রসঙ্গে DoT একটি বিজ্ঞপ্তিতে বলেছে – “বর্তমানের কেওয়াইসি কাঠামোতে সময়ে সময়ে করা বিভিন্ন সংশোধনী/পরিবর্তন বিবেচনা করে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাগজ-ভিত্তিক কেওয়াইসি প্রক্রিয়ার ব্যবহার, (০৯.০৮.২০১২ চালু হয়েছিল) আগামী ০১.০১.২০২৪ থেকে বন্ধ করে দেওয়া হবে।”

আরও পড়ুন: আর দেরি নয়, শীঘ্রই নিতে হবে নতুন SIM, নাহলে বন্ধ হবে ফোন! গ্রাহককে অ্যালার্ট পাঠালো AIRTEL

এই নতুন প্রক্রিয়া সম্পর্কে বিশেষজ্ঞরা মনে করছেন, কাগজভিত্তিক কেওয়াইসি বাতিল করা এবং এটির পরিবর্তে ডিজিটাল কেওয়াইসি প্রক্রিয়া চালু করলে টেলিকম সংস্থাগুলোর পক্ষে এটি অনেক লাভজনক হবে। কারণ এটির ফলে টেলিকম অপারেটরদের গ্রাহক অধিগ্রহণের খরচ অনেকটাই কমবে।

এছাড়া বর্তমান সময়ে অন্য ব্যক্তির পরিচয় চুরি করে বা ভুয়ো তথ্য প্রদান করে সিম কেনা এবং সিম নম্বর ব্যবহার করে বিভিন্ন রকমের জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে যা এই মুহূর্তে রোধ করা একান্ত প্রয়োজন। তাই এই নতুন নিয়ম ভারত সরকারকে এই ধরনের জালিয়াতি রুখতে সাহায্য করবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Avatar

Papiya Paul

X