নিউজশর্ট ডেস্কঃ যত দিন যাচ্ছে প্রযুক্তি তত বেশি উন্নত হচ্ছে এবং এখনকার ডিজিটালাইসেশনের যুগে ইন্টারনেট ছাড়া এক দণ্ড চলে না সাধারণ মানুষের। এইসময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ হল ‘হোয়াটসঅ্যাপ'(Whatsapp)। আর গ্রাহকদের নিত্যনতুন সুবিধা দিতে হোয়াটসঅ্যাপ তাদের প্রযুক্তি আরো বেশি উন্নত করে তুলছে। এবার হোয়াটসঅ্যাপের ভিডিও কলে ইউজারদের জন্য আরও একটি নতুন সুবিধা চালু করতে চলেছে এই সংস্থা।
কি সেই নতুন সুবিধা? ধরুন, আপনি বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের কারো সঙ্গে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে সংযোগ স্থাপন করছেন। এবার সেই কল চলাকালীনই যদি আপনি মিউজিক শেয়ার করার অপশন পান এবং লাইভে সেই গান চালাতে পারেন যাতে ভিডিও কলে বাকি অংশগ্রহণকারীরাও শুনতে পায়। তাহলে ব্যাপারটা আরো বেশি মজাদার হবে না। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে এই নতুন ফিচারই লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
বিভিন্ন রিপোর্ট মারফতে জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ আইওএস বিটা ভার্সান ২৩.২৫.১০.৭২- গ্রাহকরা অন্য গ্রাহকদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এবং একসঙ্গে গান শোনার সুবিধা পাবে। আর এই স্ক্রিন শেয়ারের অপশনে শুধুমাত্র যে অডিও বা গান শেয়ার করা যাবে এমন নয়, এর সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবেন গ্রাহকেরা। এটাও জানা যাচ্ছে, টেস্টারদের নিরিখে whatsapp-এর এই নতুন সুবিধা ইতিমধ্যে পাশ করে গিয়েছে। এবার শুধুমাত্র সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন: বছর শেষের আগেই এল দারুন উপহার! এবার থেকে WhatsApp- চ্যাট হবে আরও বেশী নিরাপদ
যদিও কবে থেকে এই পরিষেবা পাওয়া যাবে তা অবশ্য জানা যায়নি। মূলত আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ারিং-এর মাধ্যমে অডিও এবং ভিডিও শেয়ারের কাজটা করতে পারবেন। আপাতত আইফোন ইউজারদের হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে বলে জানা যাচ্ছে। এরপরে অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার আদৌ চালু হবে কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কোন তথ্য পাওয়া যায়নি।
আইফোন ইউজাররা এই স্ক্রিন শেয়ার ফিচার-এর সুবিধা পাবেন চলুন একবার বিস্তারিত জেনে নেওয়া যাক-
এর জন্য প্রথমে আইফোনে whatsapp-এ গিয়ে ভিডিও কল শুরু করতে হবে। ডান দিকে নিচের দিকে আপনি একটি স্ক্রিনশেয়ার আইকন দেখতে পাবেন। এরপরে ফ্লিপ ক্যামেরা অপশন এরপরে ডানদিকে একটি আইকন দেখা যাবে। এই ফিচারটা এক্টিভেট করলে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে থাকা দুই দিকের ইউজাররাই ভিডিও কল চলাকালীন অডিও এবং মিউজিক ভিডিও শোনা এবং দেখার সুবিধা পেয়ে যাবেন।
আরও পড়ুন: হারানো ইয়ার বাডও খুঁজে পাওয়া যায়! ৯৯ শতাংশ মানুষই জানেন না এই পদ্ধতি
এক্ষেত্রে এই পরিষেবা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে কিছু শর্ত দিয়েছে সংস্থা। ভিডিও কল চলার সময় ক্যামেরা অন রাখতে হবে। আর ভয়েস কলের ক্ষেত্রে এই নতুন ফিচার কিন্তু কাজ করবে না। এখনো পর্যন্ত এই পরিষেবার শুধুমাত্র আইফোনে ব্যবহারকারীদের জন্যই শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।