Sim Card Rules

নতুন SIM কেনার আগে সাবধান! নিয়ম না মানলেই হতে পারে জেল ও ১০ লাখ জরিমানা

নিউজশর্ট ডেস্কঃ আজ বছরের শেষ মাসের শুরুর দিন। আর আজকের এই ১ ডিসেম্বর থেকেই দেশে অনেক পরিবর্তন ঘটতে চলেছে। তেমনি একটি বড় পরিবর্তন হতে চলেছে সিমকার্ড(Sim Card) কেনাবেচার ক্ষেত্রে। চলতি বছরের আগস্ট মাসে প্রকাশিত নির্দেশিকার ভিত্তিতে সিমকার্ডের ওপর কিছু নতুন নিয়ম লাগু হয়েছে যা না মানলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং হাজতবাসের শাস্তি হতে পারে।

চলুন তাহলে নতুন সিম কার্ড সংক্রান্ত সরকারের নিয়মগুলো(Sim Card Rules) বিস্তারিতভাবে জেনে নিই –

১) নতুন নিয়ম অনুযায়ী সমস্ত সিম কার্ড বিক্রেতা ডিলারকে বাধ্যতামূলকভাবে পুলিশ ভেরিফিকেশন তথা রেজিস্ট্রেশন করতে হবে। যদি কোন ডিলার এই কাজ না করে প্রচুর পরিমাণে সিমকার্ড বিক্রি করেন। তবে সেক্ষেত্রে তার ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে। এমনকি জেলও হতে পারে।

২) আবার আপনি যদি কোন কারণে আপনার নিজের মোবাইল নম্বরের জন্য একটি নতুন সিম নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার আধার কার্ড দিয়ে পরিচয় এবং ঠিকানার প্রমাণ দিতে হবে।

৩) নতুন নিয়ম অনুযায়ী একটি আইডি কার্ডের জন্য সীমিত সংখ্যক সিম কার্ড ইস্যু করা হবে। একজন সাধারণ মানুষ তার একটি আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ৯ টি সিম কার্ড নিতে পারবেন।

 

আরও পড়ুন: ফাঁকা অ্যাকাউন্ট, তবুও ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন ১০ হাজার টাকা! জানুন কিভাবে?

৪) আবার নতুন নিয়ম অনুযায়ী কোন মোবাইল নম্বর বন্ধ হওয়ার ৯০ দিন পর ওই নম্বরের একটি নতুন সিম কার্ড অন্য কাউকে দেওয়া হবে অর্থাৎ সিম বন্ধ হওয়ার পরে পরেই একই নম্বরে নতুন সিম ইস্যু হবে না। এর জন্য ৯০ দিন অপেক্ষা করতে হবে।
মূলত এই সমস্ত নিয়ম সিমকার্ডের অপব্যবহার এবং জালিয়াতি বন্ধ করার জন্যেই সরকারের পক্ষ থেকে আনা হয়েছে।

Papiya Paul

X