Temparature will drop upto 20 degree in west bengal see tomorrows weather forecast

তৈরী রাখুন কাঁথা, হু হু করে কমবে তাপমাত্রা! দেখে নিন আগামীকালের আবহাওয়া

পার্থ মান্নাঃ এতদিন যে আবহাওয়ার অপেক্ষায় ছিল বাঙালি এবার সেই ওয়েদার এল বলে। হ্যাঁ ঠিকই ধরেছেন এবার হু হু করে নামবে তাপমাত্রা। বাংলায় শীতের প্রবেশ হল বলে। অন্তত আবহাওয়া দফতরের আপডেট তো তাই বলছে। বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ সরে গিয়েছে। তাই উত্তুরে হওয়ার প্রবেশপথ এখন উন্মুক্ত। ইতিমধ্যেই রাতের বেলা ঠান্ডার অনুভূতি হচ্ছে, তবে আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে বলে জানা যাচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক আগামীকাল কেমন থাকবে আবহাওয়া।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭% থেকে ৭৫% এর মধ্যে ঘোরাফেরা করবে।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

কলকাতার মত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস মিলেছে। হাওয়া অফিসের মতে বৃহস্পতিবার দক্ষিণের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বরং উষ্ণতার পারদ কিছুটা কমবে ফলে শীতের আমেজ বেশ টের পাওয়া যাবে।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

দক্ষিণের মত উত্তরবঙ্গের একাধিক জেলাতেও শুষ্ক আবহাওয়া থাকবে। যদিও দার্জিলিং আর কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে মালদা সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রাও দু এক ডিগ্রি পড়বে। যার ফলে বেশ শীতের অনুভূতি হবে।

শীতের পূর্বাভাস দিল হাওয়া অফিস

পশ্চিমি ঝঞ্জা আর বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে উত্তুরে হওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হচ্ছিলো। যদিও সেটা এখন আর নেই। তাই ধীরে ধীরে তাপমাত্রার পতন হবে আগামী কয়েক দিনের মধ্যেই। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X