নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের কাছে অত্যন্ত্য পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছেপুতুল’ (Iccheputul)। এই মুহূর্তে এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই থাকছে টানটান উত্তেজনার পর্ব। যা থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছেন না দর্শক। যার প্রভাব পড়ছে টিআরপি তালিকাতেও। ধারাবাহিকের গত পর্বেই মেঘের (Megh) বুদ্ধিতেই ফাঁস হয়েছে রূপের আসল চেহারা। আর এবার পালা ময়ূরীর (Mayuri) মুখোশ খোলার।
ইচ্ছে পুতুলের আগামীপর্বে দেখা যাবে গিনিকে (Gini) বাড়ি নিয়ে আসার পর নিজের ভুল বুঝতে পেরে অনুতাপ করছে নীলের মা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলী। এখন চোখের সামনে গিনির ক্ষতবিক্ষত চেহারা দেখে আত্ম অহংকারের গ্লানিতে ভুগছেন তিনি। এতদিন তিনি মনে করতেন তিনি মানুষ চিনতে পারেন। মানুষ চেনায় কোন ভুল হয় না তার। তাই এদিন নীলের মা ঠাম্মীর কাছে গিয়ে নিজের সমস্ত ভুল স্বীকার করতে শুরু করে।
কিন্তু ঠাম্মি তাকে কোন সান্ত্বনা না দিয়ে উচিত কথা বলেই তার এতদিনের অহংকার চূর্ণ-বিচূর্ণ করে দেয়। এদিন মীনাক্ষী দেবীকে ঠাম্মি স্পষ্টভাবে জানায় সে এখন অনুতাপ করছে বলে তিনি তার মন রেখে কোন কথা বলতে পারবেন না। আগের মতই তিনি এখনো সত্যিটাই বলবেন। তখন আত্মপক্ষ সমর্থন করেই মীনাক্ষী দেবী বলেন তিনি কারও খারাপ ভেবে কোন কিছু করেননি। তবুও তিনি নিজের এই ভুলের জন্য যা শাস্তি দেওয়া হবে তা মাথা পেতে নেবেন।
এরপর দেখা যাবে ড্যামেজ কন্ট্রোল করতে গাঙ্গুলী বাড়ি এসে হাজির ময়ূরী। প্রথমে বাড়িতে এসে নিজের পরবর্তী চাল চালার জন্য সকলের হাবভাব বোঝার চেষ্টা করে। কিন্তু এদিন ময়ূরীকে কথা শোনাতে ছাড়ে না নীলের ভাই লাল এবং ঠাম্মি। এত কিছুর পরেও নির্লজ্জ ময়ূরী গোটা বাড়ি দাপিয়ে বলতে থাকে সেই নীলের বউ হবে। তাই সে এমন কিছু করবে না যাতে এই বাড়ির ক্ষতি হয়।
তখন চোখে জল নিয়ে জেঠি মনির সামনে গিয়ে নাটক করতে শুরু করে দেয় ময়ূরী। কিন্তু তখন মিনি নিচে নেমে এসে জানায় শুধু তার মা নয় এতদিন ময়ূরীকে বিশ্বাস করে ঠকেছে তারা সবাই। এরপর মিনি সবাইকে বলতে থাকে গিনির বিয়ের দিন রূপের কীর্তির কথা। এদিন মিনি জানাবে রূপ বিয়ের দিন আকণ্ঠ মদ্যপান করে এসেছিল।
শুধু তাই নয় তার কোমরে হাত দিয়ে অশ্লীল কথাবার্তাও বলেছিল। এছাড়া এদিন মিনি জানায় রূপ যে মদ খায় সেকথা শুনে ময়ূরী বলেছিল এটা সাধারন ব্যাপার। তাই এবার রূপের মতোই ময়ূরীর মুখোশ খসে পড়া, শুধু সময়ের অপেক্ষা।