তলানীতে TRP, তবুও সব নায়িকাকে টেক্কা দিয়ে সেরা অভিনেত্রীর খেতাব জিতলো ‘মিঠাই’, খুশি দর্শকেরা

বাঙালির ঘরে সন্ধ্যে মানেই বাংলা সিরিয়াল। হাতে গরম চা নিয়ে জি বাংলা অথবা ষ্টার জলসা খুলে বসেন মা-ঠাকুমারা। টেলিভিশনে চলতে থাকে একের পর এক বাংলা ধারাবাহিক। এমন বেশ কিছু ধারাবাহিক থাকে যা খুব সহজেই মন কেড়ে নেয় দর্শকদের।

জি বাংলার তেমনই একটি ধারাবাহিক ‘মিঠাই’। খুব সহজেই এই ধারাবাহিক মন ছুঁয়েছিল দর্শকদের। মিঠাই এবং উচ্ছেবাবুর বৈবাহিক জীবন পছন্দ করেছেন দর্শকরা। কিন্তু বর্তমানে তলানীতে এই ধারাবাহিকের টিআরপি।

সিরিয়াল বা সিনেমা ঠিক তখনই জনপ্রিয় হয়ে ওঠে যখন তার গল্পের জোর থাকে। যখন তার পরিবেশনা একদম ঠিক হয় এবং অভিনয়ের দিক থেকে সকলেই নিজের দক্ষতা প্রমাণ করে। সে দিক থেকে দেখতে গেলে মিঠাই কিন্তু একেবারে দশে দশ। আজকের প্রজন্ম থেকে শুরু করে মা কাকিমা জেঠু জেঠিমা বয়স্করা সবাইকেই যেমন মিঠাই আপন করে নিয়েছে। ঠিক তেমনই মিঠাইকেও আপন করে নিয়েছে তাঁরা।

তবে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে মিঠাইয়ের। তাঁর বদলে এসেছে মিঠি। কিন্তু মিঠির সাথে উচ্ছেবাবুকে কিছুতেই মানিয়ে নিতে পারছেন না দর্শকরা। তাঁদের মনে দাগ কেটেছে মিঠাই-উচ্ছেবাবুর সম্পর্ক। ফলে কমছে ধারাবাহিকের টিআরপির সংখ্যা।

একটা সময় টিআরপি তালিকার শীর্ষ স্থানে জায়গা করে নিত মিঠাই। কিন্তু বর্তমানে এই ধারাবাহিককে ঝাঁপিয়ে গেছে বহু ধারাবাহিক। দর্শকদের দাবি যেমন করেই হোক ফিরিয়ে আনতে হবে মিঠাইকে। তবে টিআরপি তালিকার তলায় স্থান পেলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা বজায় রয়েছে আজও।

ডিসেম্বর মাসে মিঠাই মোস্ট পপুলার ফিকশন চরিত্র হিসেবে সেরার খেতাব জিতে নিয়েছে। লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন বেঙ্গল টপার সব নায়িকারা। সবাইকে টপকে ওরমেক্স মিডিয়া থেকে এই স্বীকৃতি পেয়েছে মিঠাই। আর এই খবর জানতে পেরেই আনন্দে আত্মহারা দর্শকরা।

Avatar

Additiya

X