Twitter Review,777 Charlie,Entertainment,Tollywood,Rakshit Shetty,Kiranraj,৭৭৭ চার্লি,বিনোদন,টলিউড,রক্ষিত শেঠি,কিরনরাজ,টুইটার রিভিউ

Moumita

পশুপ্রেমীদের জন্য আদর্শ ছবি ‘777 চার্লি’, সিনেমা দেখে আবেগে ভাসছেন দর্শকরা, টুইটার জুড়ে প্রশংসার ঝড়

কে কিরণরাজ পরিচালিত, রক্ষিত শেঠি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘৭৭৭ চার্লি’ আজ ১০ জুন মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবিটিতে ধর্মরাজের ভূমিকায় অভিনয় করেছেন রক্ষিত। প্রসঙ্গত ছবিটির মূল বিষয়বস্তু হলো ধর্মরাজ এবং তার পোষা কুকুর। উল্লেখ্য, যারা কুকুর পছন্দ করেন এবং যারা করেন না উভয়ের জন্যই আদর্শ এই ছবিটি। আজ কুকুর এবং তার মালিকের অপূর্ব মেলবন্ধন দেখার উদ্দেশ্যে থিয়েটার গুলিতে উপচে পড়েছে দর্শকমহল। টুইটারে তো রীতিমতো ট্রেন্ডিংএ চলে এসেছে সিনেমাটি। সোশ্যাল মিডিয়া ভরে গেছে ইতিবাচক মন্তব্যে। এমনকি শুধু ভারতেই নয় ছবিটি পৌঁছে গেছে বিদেশের মাটিতেও।

   

ফিল্মের প্লট খুবই সাধারন, নির্মাতারা বলতে চেয়েছেন আপনি ভাগ্যবান হলে আপনার জীবনে একটি কুকুর এসে সব পরিবর্তন করে দিতে পারে। একাকীত্বে ভোগা রোহিত শেঠি নিজের জীবন ভুলে ডুব দিয়েছিলেন মদের দেশে। এরপর চার্লি নামের এক কুকুরের সাথে তার গাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। এবং রোহিত নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসেন আবারও।

বলাই বাহুল্য এই ছবির গল্প কাঁদিয়েছে গোটা দর্শকমহলকে। একজন বিদেশী দর্শক ছবিটির প্রশংসা করে লিখেছেন, “কানাডায় 777 চার্লির প্রিমিয়ার শো দেখা শেষ করেছি। আমি নিজে একটি কুকুরের মালিক। সেই অবস্থান থেকে রক্ষিত শেঠি অভিনীত চরিত্রটির সঙ্গে আত্মিকভাবে সংযোগ স্থাপন করতে পারছি। এই ধরনের চলচ্চিত্র খুবই বিরল। অনুগ্রহ করে দেখুন, আর আপনি অসাধারণ কাজ করেছেন কিরণরাজ স্যার।”

যুবরাজ নামের একজন ইউজার বলেছেন, “777 চার্লি ছবিটি একটি কুকুর এবং একজন মানুষের বন্ধুত্বের যাত্রা। ছবির চিত্রনাট্য, পরিচালনা, সিনেমাটোগ্রাফি, সঙ্গীত ও বিজিএম চমৎকার। ছবিতে মজার সংলাপগুলিও বেশ সামঞ্জস্যপূর্ণ ছিলো এছাড়াও ছবিতে কুকুরটি যেভাবে অভিনয় করেছে তা সত্যিই আশ্চর্যজনক।

ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়ে আরো একজন লিখেছেন, “777 চার্লি একটি চমৎকার ফিল্ম। আপনি পোষা প্রাণী পছন্দ করুন বা না করুন, এই ছবিটি আপনার হৃদয় স্পর্শ করবেই। আশ্চর্য এই কুকুর চার্লি আবেগপ্রবণ করে তুলেছে সবাইকে। সবাই ধর্ম এবং চার্লির সুন্দর বন্ধুত্বের গল্প দেখুন।”

আরও একটি অ্যাকাউন্টে ফুটে উঠেছে, “অনেক হৃদয়-স্পর্শী মুহূর্ত সহ এটি একটি দুর্দান্ত চলচ্চিত্র। ছবির প্রথমার্ধ চার্লির বুদ্ধি এবং দুষ্টুমি দিয়ে পরিপূর্ণ। আর দ্বিতীয়ার্ধে ধর্মের সাথে চার্লির বন্ধুত্ব একটি আবেগে পরিপূর্ণ জার্নি দেখিয়েছে ছবিটিতে।
কলিযুগে ধর্মরাজের গল্প।

আরো একজন ইউজার বলেছেন, ” একজন মানুষ এবং তার কুকুরের মধ্যে বন্ধন নিয়ে তৈরি একটি হৃদয়বিদারক চলচ্চিত্র এটি। এই জার্নি নিজেদের ভুল খুঁজে নেওয়ার। দূর্দান্ত অভিনয় করেছেন রক্ষিত শেঠি। বিশেষ করে ছবির ক্লাইম্যাক্স আবেগে পরিপূর্ণ। ‘777 চার্লি’ এই কুকুরটি তার অভিনয়ের জন্য বিশেষ পুরস্কারের দাবি রাখে।”