Debi Chowdhurani

Moumita

সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি! আসছে প্রসেনজিৎ-শ্রাবন্তীর ‘দেবী চৌধুরানী’

সম্প্রতি যে কয়টি ছবি দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে নিয়ে যেতে পেরেছে তার প্রত্যেকটিই কিন্তু লার্জার দ্যান লাইফ। ‘RRR’ থেকে শুরু করে ‘KGF’, ‘পাঠান’ এই প্রত্যেকটিই যথেষ্ট বড় মাপের ছবি। এমতাবস্থায় সর্বভারতীয় স্তরে জায়গা করে নেওয়ার জন্য বাংলা ছবিকে তো নতুন কিছু ভাবতেই হবে।

   

তবে যে জাতির কাছে রয়েছে সাহিত্যের স্বর্ণভান্ডার এবং সমৃদ্ধ ইতিহাস তাদের আর যাই হোক, কন্টেন্টের অভাব হবেনা। পরিচালক শুভ্রজিৎ মিত্রের কথা বললে, তিনি যেমন বেছে নিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’কে। এই উপন্যাসের কাঠামোকে আশ্রয় করে ইতিহাসের পুনঃনির্মাণ করতে চলেছেন পরিচালক।

সূত্রের খবর, খুব শীঘ্রই বড় পর্দায় আঁকা হতে চলেছে বঙ্কিমচন্দ্রের এই উপন্যাস। আর এই দায়িত্ব নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এমতাবস্থায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ছবির চরিত্রাভিনেতা। চেহারাগত দিক দিয়ে সাদৃশ্য তো থাকতেই হবে, তার সাথে প্রয়োজন অভিনয় দক্ষতাও।

তাহলে কে হতে চলেছে বঙ্কিমচন্দ্রের (Bankimchandra Chattopadhyay) দেবী চৌধুরানী (Debi Chowdhurani)? আর কাকেই বা দেখব ভবানী পাঠকের (Bhabani Pathak) চরিত্রে? স্টুডিওপাড়ার খবর, পরিচালক নাকি দেবী চৌধুরানীর জন্য শ্রাবন্তীর (Srabanti Chatterjee) কথা ভাবছেন। আর ভবানী পাঠকের অফার গেছে খোদ ইন্ডাস্ট্রি ওরফে প্রসেনজিৎ-র (Prosenjit Chatterjee) কাছে।

টলিউড,বিনোদন,গসিপ,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,দেবী চৌধুরানী,কেজিএফ,আর আর আর,ভবানী পাঠক,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,শ্রাবন্তী চ্যাটার্জী,শুভ্রজিৎ মিত্র,Tollywood,Entertainment,Gossip,Prosenjit Chatterjee,Srabanti Chatterjee,Debi Chowdhurani,Bankimchandra Chattopadhyay,Bhabani Pathak,KGF,RRR,Subhrajit Mitra

এই বিষয়ে প্রসেনজিৎকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি চিত্রনাট্য পড়েছি, বেশ ভালো লেগেছে। একটা অ্যাম্বিশাশ প্রোজেক্ট হতে চলেছে বলে আমার বিশ্বাস।” যদিও অভিনেতা এখনও চুক্তিপত্র সাইন করেননি। কর্মসূত্রে এখন বাইরে রয়েছেন তিনি, ফিরে এসে বিষয়টি চূড়ান্ত করবেন বলে খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই এই ছবির উপর কাজ করছেন শুভজিৎ মিত্র। স্থানীয় লোককথা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্যে তৈরি হচ্ছে ছবির কাঠামো। বাংলা সহ মোট ছ’টি ভাষায় ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে নির্মাতাদের। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বাংলা ছবির ইতিহাসে এটিই সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে।