নিউজশর্ট ডেস্কঃ এইমুহূর্তে টানটান উত্তেজনা চলছে স্টার জলসার(Star Jalsa) অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’তে(Anurager Chhowa)। দীর্ঘদিন ধরে একঘেয়ে গল্প দেখানোর ফলে বিরক্ত হয়ে পড়েন দর্শকেরা। যার প্রভাব পরে টিআরপি তালিকাতেও। তাই এবার দর্শকের ভালোলাগার ওপর ভিত্তি করে গল্প আরও আকর্ষণীয় করে তুলছেন নির্মাতারা। এই মুহূর্তে এমন জায়গায় ধারাবাহিক দাঁড়িয়ে আছে যেখানে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই দীপা(Deepa) এবং সূর্যের(Surjo) মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে।
গত পর্বে দেখানো হয়েছে, সোনা-রুপার দাদুভাই ও দিদিভাই তাদের জন্য আইসক্রিম নিয়ে তারা সেটা খেতে পারে না। এমনকি স্পষ্ট করে রুপা লাবণ্যকে জিজ্ঞাসা করে যে তার মা কি মরে যাবে? এরপরই লাবণ্য এবং প্রবীর বুঝতে পারে যে ভালো নেই সোনা এবং রুপা। দুজনকে বুঝিয়ে বলে এরকম কিছুই হবে না সবকিছুই ঠিক হয়ে যাবে।
অন্যদিকে শিবানী এবং কবিরের কথা ভাবতে থাকে সূর্য। তার মনে হয় সত্যিকারেরই যদি কবির বাবা হতে অক্ষম থাকে তাহলে সোনা-রুপা কার সন্তান? মনে মনে বিশ্বাস করে রেখেছে যে এইবারও তার ডিএনএ টেস্টে রিপোর্ট নেগেটিভ আসবে এবং সে যে বাবা হতে অক্ষম সেটা আবার প্রমাণিত হবে। সেই সময় মিশকা আবার সেখানে ঢোকে। মিশকা বলে সূর্য যতবারই টেস্ট করাবে রেজাল্ট তো একই আসবে।
যদিও এইসব রিপোর্টের প্রতি একদমই আগ্রহ নেই সূর্যের। সে DNA টেস্ট রিপোর্ট জানতে তাড়াতাড়ি সে ঘর থেকে বেরিয়ে যাবে। এরপরই সূর্য ল্যাবরেটরীতে গিয়ে তাকে রিপোর্টটা দেওয়ার জন্য তাড়া দিতে থাকে। অবশেষে সূর্যের হাতে যখন এসে রিপোর্টটা পৌঁছায় তখন সেটা খুলে দেখতেই তার চক্ষু চড়কগাছ অবস্থা।
রিপোর্টে স্পষ্ট করে লেখা রয়েছে যে সোনা-রুপার বায়োলজিক্যাল বাবা সূর্য। দীপার ওপর সমস্ত অন্যায় ,অত্যাচার, কষ্ট সবকিছুই তার মনে পড়ে যায়। তার সমস্ত ভুল বুঝতে পারে। কিন্তু ঐদিকে দীপার শরীরের অবস্থা আরো খারাপ হতে থাকে? সূর্য হসপিটালে পৌঁছে দীপার কাছে ক্ষমা চাওয়ার আগেই কি দীপা মারা যাবে? নাকি এবারও সুস্থ হয়ে বাড়ি ফিরবে দীপা? এই প্রশ্নগুলি এখন এখন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।