ছোট পর্দায় (Bengali Serial) বহু চর্চিত অভিনেত্রী নবনীতা দে (Nabanita Dey)। একের পর এক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে এই অভিনেত্রী একসঙ্গে কাজ করছেন জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসায় (Star Jalsa)। একদিকে তাঁকে দেখা যাচ্ছে ‘মেয়েবেলা’ ধারাবাহিকে অন্যদিকে তিনি অভিনয় করছেন ‘রাঙ্গা বউ’ ধারাবাহিকে। অভিনয় জগতের বাইরে অভিনেত্রীর বাস্তব জীবন নিয়েও হয় বহু চর্চা।
একটা সময় মেয়ে এবং স্বামীকে নিয়ে সুখেই চলছিল সংসার। কিন্তু হঠাৎ করেই ঘটে ছন্দপতন। দিদি নম্বর ১-এর মঞ্চে দাঁড়িয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছিলেন অভিনেত্রী নবনীতা দে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছিলেন তিনি।
অভিনেত্রীর প্রথম স্বামীর মৃত্যু হয়। কিন্তু সে সময় শ্বশুর বাড়ির লোকজনও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ছোট্ট মেয়েকে নিয়ে একাই স্বামী শেষকৃত্য সম্পূর্ণ করেছিলেন অভিনেত্রী। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ভাগাভাগি করে নিলেন সেই তিক্ত অভিজ্ঞতার কথা। বললেন, ‘আমি সেদিন মনে মনে ভেবেছিলাম আমার স্বামী বেঁচে থাকাকালীন আমাকে অনেক কিছুই বলতো। বাড়িতে কোন সমস্যা হলেই আমার দিকে আঙুল তুলত। কিন্তু যখন তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন তখন আমার পাশে আর কেউ দাঁড়ালো না’।
যদিও বর্তমানে আবার নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী। ২০২০ সালের জুলাই মাসে টলিউডের বহু জনপ্রিয় অভিনেতা রাজা চট্টোপাধ্যায়-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। অভিনেত্রীর প্রথম পক্ষের মেয়েকেও মন থেকে মেনে নিয়েছেন অভিনেতা। সুখেই কাটছে তাঁদের বিবাহিত জীবন।
বহু বারই দিদি নম্বর-১ এর মঞ্চে স্বামীকে নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী নবনীতা দে। সেখানেই তিনি জানিয়েছেন, ‘কেবলমাত্র আমার স্বামী নয় আমার গোটা শ্বশুরবাড়ির লোক খুব সাপোর্ট করে আমার এই কাজ নিয়ে। বিশেষ করে শাশুড়ি এবং ননদ আমাকে ভীষণ সাপোর্ট করে’। অভিনেত্রীর সংযোজন, ‘রাজাকে আমি প্রথমেই বলেছিলাম আমার মেয়ে যদি এই সম্পর্ক মেনে নেয় তাহলেই আমি বিয়ে করতে পারব। বর্তমানে রাজা আর আমার মেয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক’।
‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের গোটা পরিবার এসেছিলেন জি বাংলায় দিদি নাম্বার ১-এর গেম শোতে। সেখানেই বাস্তব জীবন নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। তবে কেবলমাত্র তিনি নন এই ধারাবাহিকেরই অন্য আর এক অভিনেত্রী মানসী সিনহা বলেন, ‘রাজা সত্যি ভীষণ ভালো মানুষ। আমরা সকলেই তাঁকে চিনি’।