অল্প বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। দর্শকদের মন জিতে নিয়েছিলেন শিশু শিল্পী হিসাবে। তাঁকে প্রথম দেখা গেছিল শেখর কাপুরের মত বলিউড (Bollywood) পরিচালকের ‘মাসুম’ ছবিতে। তাঁর ঝুলিতে রয়েছে ‘কর্ম’ , ‘ সলতনত’ এর মত ছবিগুলি। তরুণ বয়সেও তিনি দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ ছবি। কিন্তু হঠাৎ করে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন যুগল হংসরাজ (Jugal Hansraj)।
শাহরুখের মতো সুপারস্টারের সঙ্গে অভিনয় করেও বলিউড জগতে নিজের মাটি শক্ত করতে পারেননি ‘মহব্বতে’ ছবির অভিনেতা যুগল হংসরাজ। তরুণ বয়সে তাঁর অভিনীত প্রথম ছবি ‘ আ গলে লাগ যা’। এরপর তাঁকে দেখা গেছে ‘মহব্বাতে’ এবং ‘কভি খুশি কভি গাম’ এর মত ছবিতেও। তবে জানেন কি কেবলমাত্র অভিনয় নয় গানের জগতেও রয়েছে তাঁর কৃতিত্ব।
বেশ কয়েকটি ছবির গান লিখেছেন তিনি। অন্তত এমনটাই জানিয়েছেন অভিনেতা তথা লেখক যুগল হংসরাজ। যার মধ্যে অন্যতম হলো করণ জোহর পরিচালিত ছবি ‘ কুছ কুছ হোতা হ্যায়’। একবার একটি সাংবাদিক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ‘করণ তার ভীষণ ভালো বন্ধু। একবার এই ছবির স্ক্রিপ্ট তাকে নাকি পড়ে শুনিয়েছিলেন পরিচালক। আর তখনই তা ভীষণ ভালো লেগে যায় যুগলের। এরপর সারারাত ভেবে তৈরি করে ফেলেন কুছ কুছ হোতা হ্যায়র টাইটেল ট্র্যাক’।
যদিও সেই গানের কথা প্রথমে তিনি জানাতে পারেননি প্রিয় বন্ধুকে। বরং ডিক্টাফোনে গান রেকর্ড করে শুনিয়েছিলেন বেশ কিছু বন্ধুকে। তাদের মনে ধরে যায় সেই গান। এরপরেই একবার সাহস করে তিনি বলে ফেলেন করণকে। পরিচালকের মোটেই অপছন্দ হয়নি। সবাইকে তিনি জানিয়ে দেন এটাই হবে টাইটেল ট্র্যাক।
অভিনেতার কথায়, ‘তখন বুঝতে পারিনি এই গান এতটা জনপ্রিয় হয়ে উঠবে’। যদিও গানের জনপ্রিয়তার নেপথ্যে যতীন ললিত জুটির অবদান যে রয়েছে সে কথাও স্বীকার করে নেন অভিনেতা তথা লেখক যুগল হংসরাজ। তবে কেবলমাত্র এই একটি গানের লিরিক্স তিনি লিখেছিলেন এমনটা নয়। জানা যায়, ‘মহব্বতে’ ছবির ‘চলতে চলতে ইউ হি’ গানটির লিরিক্সও লিখেছিলেন তিনি।