ছোট পর্দার হাত ধরে শুরু করেছিলেন অভিনয়। কাজ করেছেন মারাঠি ছবিতে। সেখানে কাজ চলাকালীন ডাক পান বলিউড (Bollywood) থেকে। শুরু হয়েছিল সুন্দর একটা ক্যারিয়ার। কিন্তু হঠাৎ করেই বদলে গেল সবকিছু। অভিনয় জগত থেকে হঠাৎ হারিয়ে গেলেন অশ্বিনী ভাভে (Ashwini Bhave)। অভিনেত্রীর এই পরিণতির জন্য অনেকেই দায়ী করেন মাধুরী দীক্ষিতকে। অনেকেই আবার দোষ দেখতে পান সালমান খানের।
একটা সময় চুটিয়ে থিয়েটার করতেন অভিনেত্রী অশ্বিনী ভাভে। সেখান থেকেই তিনি সুযোগ পান ছোট পর্দায় কাজ করার। ‘অন্তরীক্ষ’ নাম একটি সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জিতে নেন তিনি। এই ধারাবাহিকে কাজ করতে করতেই মারাঠি ছবির অফার আসে তাঁর কাছে।
মারাঠি ছবিতে কাজ করতে করতেই শুরু হয় তাঁর বলিউড সফর। ঋষি কপূরের বিপরীতে ‘হানিমুন’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই কাজ করতে গিয়েই দুজনের মধ্যে গড়ে উঠেছিল বন্ধুত্ব। অনেকেই আবার এই বন্ধুত্বকে ‘বিশেষ বন্ধুত্বের’ তকমা দিয়েছিলেন। ‘হেনা’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিয়েছিলেন অভিনেত্র্রী। ‘হানিমুন’ ছবির আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘হেনা’। এরপর বলিউডে একের পর এক ছবির অফার আসে অভিনেত্রীর কাছে। ১৯৯৩ সালে ‘সৈনিক’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। সে সময় বলিপাড়ায় কান পাতলেই শোনা যেত তাঁদের প্রেমের গুঞ্জন। যদিও প্রকাশ্যে কখনই মুখ খোলেনি তাঁরা।
যশরাজ ব্যানারে ‘পরম্পরা’ ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অশ্বিনী ভাভে। অভিনয় ক্যারিয়ারে এটাই ছিল তাঁর সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এমনটাই মনে করেন অনেকেই। কারণ এরপর আর মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ আসেনি তাঁর কাছে। এমনকি ‘বন্ধন’ ছবিতে কাজ করতে গিয়েও সমস্যায় পড়েছিলেন তিনি।
এমনকি ‘বন্ধন’ ছবির শুটিং দীর্ঘদিন ধরে চলার কারণেও সমস্যায় পড়তে হয়েছে অভিনেত্রীকে। একাধিক ছবি সই করলেও বক্স অফিসে মুক্তি পায়নি তাঁর অভিনীত ছবি। বর্তমানে দুই সন্তান এবং স্বামী কিশোর গোপারডিক-এর সঙ্গে আমেরিকায় আছেন তিনি।