এই মুহূর্তে সারা দেশে শোরগোল ফেলে দিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। বিতর্কিত এই ছবিকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ (West Bengal) সরকার। যদিও এতে যে ছবির বক্স অফিস কালেকশনে বিশেষ প্রভাব পড়ছে বলে মনে হয়না। সারা দেশে রমরমিয়ে ব্যবসা করছে আদা শর্মা (Adah Sharma) অভিনীত এবং সুদীপ্ত সেন (Sudipta Sen) পরিচালিত এই ছবি। এবং এই একই ঘটনা দেখা গেছিল ‘কাশ্মীর ফাইলস’র (Kashmir Files) ক্ষেত্রেও।
প্রসঙ্গত উল্লেখ্য, এই দুটি সিনেমা মূলত কিছু কালো সত্যকে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে বলে দাবি দর্শকদের। আর সত্যি কথা কিছু সময় তেঁতোই হয়। সেই কারণেই একাধিক বিতর্কের সম্মুখীন হতে হয়েছে পরিচালকদের। পাশাপাশি ‘দ্য কেরালা স্টোরি’র অভিনেত্রী অদা শর্মা (Adah Sharma) ইন্ডাস্ট্রিতে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন।
জানিয়ে রাখি, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর প্রায় ৩৫০ টাকারও বেশি টাকা ঘরে এনেছিল। সমস্ত বিতর্ককে ধুলিস্মাৎ করে দর্শকপ্রিয় হয়ে উঠেছিল এই সিনেমা। আর এবার ঐ একই পথের পথিক হতে চলেছে ‘দ্য কেরালা স্টোরি’। পাশাপাশি আদা শর্মার জনপ্রিয়তাও বেড়েছে বহুগুণ। রাতারাতি সকলের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি।
তবে আদা শর্মা কিন্তু আজকে ইন্ডাস্ট্রিতে আসেননি। বহুদিন ধরেই সিনে দুনিয়ার সঙ্গে জুড়ে রয়েছে তিনি। এর আগে ১৯২০ সিনেমাতে প্রথম দেখা গেছিল তাকে। এরপর তিনি অভিনয় করেন, হাসি তো ফাসি, কমান্ডো ২, কল্কি, চার্লি চ্যাপলিন ২ -এর মতো ছবিতে। পাশাপাশি তেলেগু ও তামিল ছবিতেও দেখা গেছে আদার ক্যারিশ্মা।
যারা আদাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে থাকেন তারা জানেন যে, এই সুন্দরী নায়িকা নাচ এবং যোগার প্রতি ভীষণ অনুরক্ত। সেই আসক্তি থেকেই কত্থকে স্নাতক ডিগ্রী অর্জন করার পাশাপাশি সালসা, ব্যালে এবং জ্যাজ শেখেন। তবে এতদিন অভিনয় জগতে বিশেষ জায়গা দখল করতে পারেননি তিনি। কিন্তু ‘দ্য কেরালা স্টোরি’র শালিনী চরিত্রটি যে তাকে বড় ব্রেক এনে দিয়েছে সে কথা বলাই বাহুল্য।
মিডিয়ার খবর, অভিনয়ের নেশাটা তার ছোট থেকেই। আর সেই নেশার পেছনে ছুটতে গিয়েই পড়াশোনা লাটে ওঠে তার। এই মুহূর্তে অভিনেত্রীর বয়স প্রায় ৩০ ছুঁই ছুঁই। আর এই বয়সেই প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। এবং এই ছবির সাফল্য যে তার কেরিয়ারে হাওয়া দেবে তা বলাই বাহুল্য। সামনে হয়ত আরো অনেক বড় দরজা খুলে যাবে তার সামনে।